
যত দূরে যাই দেশ ততো বড় হয়। এই আপ্ত বাক্য প্রতিষ্ঠিত করতে বাংলাদেশীরা প্রবাস জীবনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। কানাডার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশীরাও ব্যতিক্রম নয়। গেলো শুক্রবার জুলাই ১, ২০২২ ছিলো কানাডা ডে। কানাডা নামক ফেডারেল রাষ্ট্রের জন্মদিন। এ উপলক্ষে কানাডার রাষ্ট্রীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো বর্ণাঢ্য আয়োজন করে থাকে। সেখানে অংশ নেয় নানা জাতির অভিবাসি মানুষ। টরন্টো থেকে চারশো কিলোমিটার দূরে খনি শহর সাডবুরি।
শ’খানেক বাংলাদেশী পরিবারের বসতি। বেশিরভাগই পেশাজীবী মানুষ। রেভিনিউ কানাডা, লরেন্টিয়েন ইউনিভার্সিটি, মাইনিং কোম্পানি, ক্যাটার্পিলার ইত্যাদি প্রতিষ্ঠানে তাঁরা কর্মরত। ব্যস্ত জীবনে কেউই স্বদেশ ভোলেননি। তাই সিটি অব সাডবুরি’র মেয়র সাহেবের ডাকে সাড়া দিয়ে দেশের সংস্কৃতি তুলে ধরতে নিয়মিত রিহার্সাল শুরু করেন তাঁরা। কানাডা ডে’র আয়োজনে সফল উপস্থাপনায় প্রিয় স্বদেশ। অল্প সময়ের জন্য হলেও গোটা দেশ তুলে এনেছিলেন। সিটি অব সাডবুরি বাংলাদেশী কমিউনিটির সভাপতি এবং লরেন্টিয়েন ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ মোঃ সাদেকুল ইসলাম বাংলাদেশের ইতিহাস তুলে ধরেন। মহান মুক্তিযুদ্ধ, দেশী ফ্যাশন শো, দেশী নৃত্য, বিয়ের বরকনে, শিশুদের নাচ ইত্যাদি পারফর্মিং আর্টের মাধ্যমে পরিবেশন করা হয়।
বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ব্র্যান্ডিং করতে ব্যতিক্রমী আয়োজন ছিলো এতে। অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত হয়েছিলেন। ডঃ মোঃ সাদেকুল ইসলাম ছাড়াও অনুষ্ঠান আলোকিত করেছেন সহকারী ভাইস প্রেসিডেন্ট রুহিনা ইসলাম এবং সাধারণ সম্পাদক জিয়া রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাডবুরি শহরের মেয়র ব্রায়ান বিগার।