
ফেডারেল রিজার্ভ নীতি নির্ধারণী সুদের হার দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়াচ্ছে বলে অর্থনীতিবিদরা জানিয়েছেন। ১৯৯৪ সালের পর এটাই সর্বোচ্চ সুদের হার বৃদ্ধি।
ফেডারেল রিজার্ভ বলছে, এর ফলে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সুদের হার দাঁড়াবে ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৭৫ শতাংশের মধ্যে। এর মধ্য দিয়ে তারা উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা করছে।
এদিকে ব্যাংক অব কানাডা সাম্প্রতিক কয়েক মাসে দুই দফায় সুদের হার দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে। সুদের হার আরও বাড়ানোর প্রস্তুতি চলছে বলে ইঙ্গিত দিয়েছেন ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেম।
আরবিসির জশ নায়ি এর আগে বলেছিলেন, ব্যাংক কানাডার সুদের হার দশমিক ৫ শতাংশীয় না বাড়ানোর পক্ষে যুক্তি হলো ফেডারেল রিজার্ভের এতোটা আগ্রাসী না হওয়ার সম্ভাবনা। এখন ফেডারেল রিজার্ভ বিপুল হারে সুদের হার বাড়াচ্ছে। নায়ির মতে, একই কাজ করতে ম্যাকক্লেমকে এটা আরও বেশি আত্মবিশ্বাস এনে দেবে।
সিআইবিসির অর্থনীতিবিদ আভেরি শেনফেল্ড ও এন্ড্রু গ্রান্থামের ধারণাও একই রকম। তারা বলছেন, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হার শ্লথ না হওয়া পর্যন্ত ব্যাংক অব কানাডা এ বছরই সুদের হার ২ দশমিক ৭৫ শতাংশে উন্নীত করবে।