শনিবার, এপ্রিল ২০, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

নালোক্সনের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ পাবেন হাইস্কুলের শিক্ষার্থীরা

- Advertisement -
কারও মধ্যে ওপিয়ডের ওভারডোজের প্রতিক্রিয়া দেখা দিলে কীভাবে তা মোকাবেলা করতে হবে সে বিষয়ে কানাডাজুড়ে হাইস্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে

কারও মধ্যে ওপিয়ডের ওভারডোজের প্রতিক্রিয়া দেখা দিলে কীভাবে তা মোকাবেলা করতে হবে সে বিষয়ে কানাডাজুড়ে হাইস্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। ওভারডোজের প্রভাব দূর করতে কার্যকর নালোক্সনের ব্যবহারের বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত। অ্যাডভান্সড করোনারি ট্রিটমেন্ট ফাউন্ডেশন বুধবার এ ঘোষণা দিয়েছে।

নালোক্সনের ব্যবহারবিধির পাশাপাশি ওপিয়ড, এটি শনাক্তের পদ্ধতি, কখন ৯১১-এ ফোন দিতে হবে, কখন কার্ডিওপালমোনারি রিসাসিটেশন প্রয়োগ করতে হবে এবং নালোক্সনই বা কখন দিতে হবে প্রায় ৩ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে এ সংক্রান্ত শিক্ষা দেওয়া হবে। প্রথমদিকে কুইবেক, আলবার্টা, অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়ায় প্রশিক্ষণটি শুরু হবে। পরবর্তীতে তা অন্যান্য প্রদেশে সম্প্রসারণ করা হবে।

- Advertisement -

ফাউন্ডেশনের মেডিকেল ডিরেক্টর জোসলিন ব্যারিয়ল্ট বলেন, ওপিয়ড সমস্যাটি বাস্তব। হার্ট অ্যাটাক তরুণদের মধ্যে সাধারণত কম হয়। তবে ওপিয়ডের ফলে ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এটা স্কুলে হতে পারে আবার পার্টিতেও হতে পারে।

পাবলিক হেলথ এজেন্সি অব কানাডার তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওপিয়ডজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে ৫ হাজার ৩৮৬টি। এর সিংহভাগ অর্থাৎ ৯৪ শতাংশই দুর্ঘটনাবশত।
ব্যারিয়ল্ট বলেন, তরুণরা র্হ্টা ফেইলিয়রের শিকার কাউকে দেখলে যাতে নাকের মাধ্যমে নালোক্সন প্রয়োগ করতে পারেন সেজন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা আশা করি এটা কাজে আসবে। কিন্তু আমরা যদি কিছুই না করি তাহলে পরিস্কার যে কিছুই হবে না।

তিনি বলেন, অটোয়াতে ২০১৯ সালে ১৮৬ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষককে নিয়ে পরীক্ষামূলক একটি প্রকল্প সফল হয়েছে। তাই জরুরি পরিস্থিতিতে ও ওপিয়ডের ঝুঁকির ব্যাপারে করণীয় নির্ধারণে প্রশিক্ষণটি তরুণদের জন্য সহায়ক হবে।

কুইবেকে এই প্রশিক্ষণ কর্মসূচির নেতৃত্বে আছেন ক্যারল ন্যাডো। তিনি বলেন, কুইবেকে প্রতি বছর ১ হাজার থেকে ১ হাজার ৫০০ শিক্ষক এবং প্রায় ৭০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণটি দেওয়া হবে। ১৪১টি স্কুলে প্রশিক্ষণ আমরা সম্পন্ন করেছি। সেখানে ৪০৫ জন শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন, যারা ওপিয়ড সম্পর্কে অন্য সব শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিতে পারবেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.