
সশস্ত্র বাহিনীর রেওয়াজ ও কাঠামো বাতিল করার সময় অনেক আগেই চলে গেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি লুইস আরবার। লিবারেল নির্দেশ মোতাবেক বছরব্যাপী পর্যালোচনা শেষে কানাডার সবচেয়ে সম্মানিত জুরির এই দাবি সামনে এলো।
আরবার তার বহুপ্রতিক্ষিত প্রতিবেদনের সূচনায় বলেছেন, পরিচালন বাধ্যবাধ্যকতার মধ্যেই কানাডা সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পাদনের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত পদ্ধতি নিহিত রয়েছে। বেশিরভাগ সময়ই এটা অনুমান ছাড়া কিছু নয়। সশস্ত্র বাহিনী যে মডেলে কার্যক্রম পরিচালনা করে তাতে যেসব বিপদ রয়েছে তার মধ্যে একটি হলো শত্রুদের চেয়ে সহকর্মীদের মাধ্যমেই দৈনিকভিত্তিতে ক্ষতির সম্ভাবনা থাকে তাদের।
আরবার তার প্রতিবেদনে যে ৪৮ দফা সুপারিশ করেছেন তার মধ্যে একটি হলো দীর্ঘদিন ধরে চলে আসা রেওয়াজ ও কাজের ধরণ বদলে ফেলা অথবা এর অবসান ঘটানো। সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়ার পদ্ধতি, তাদের প্রশিক্ষণ ও পদন্নতি এর মধ্যে অন্যতম। যৌন বৈষম্য ও হয়রানির বিষয়টি জানানো, তদারকি ও মীমাংসার পদ্ধতি পরিবর্তনের প্রস্তাবও করা হয়েছে।
সশস্ত্র বাহিনী এর আগে কাজের একাধিক প্রতিশ্রুতি দিলেও আরবার তার প্রতিবেদনে বলেছেন, বরং সশস্ত্র বাহিনী এর সংস্কৃতি পরিবর্তনের চেষ্টাকে অস্বীকার করেছে এবং অচল অনেক রেওয়াজ ও কাঠামো যা, নারীদের আঘাত দেয় তা লালন করে চলেছে। সশস্ত্র মূল্যবোধ এবং বহুমতের কানাডিয়ান সমাজের যে আকাক্সক্ষা সশস্ত্র বাহিনী তার সঙ্গে খাপ খাইয়ে চলতে ব্যর্থ হয়েছে।