বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
4.3 C
Toronto

Latest Posts

কম মূল্যের বাড়ি বেশি রেজিনা, সাস্কাতুনে

- Advertisement -
ছবি/বিজিত ল্রেইত

কানাডার প্রেইরি সিটিগুলোতে বড় শহরগুলোর তুলনায় কম মূল্যের বাড়ির সংখ্যা বেশি। এ ধরনের দুটি শহরের অবস্থান সাস্কেচুয়ানে। পয়েন্ট২হোমের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেইরি অঞ্চলের শহরগুলোর মধ্যে ২ লাখ ডলারের কম মূল্যের বাড়ির হার সবচেয়ে রেজিনাতে। এ হার ৩৬ শতাংশ।
জাতীয়ভাবে বড় শহরগুলোর মধ্যে কম দামের বাড়ি কেপ ব্রেটনের পর সবচেয়ে বেশি কুইন সিটিতে ৪৪ শতাংশ। কম দামের বাড়ির হারে শহরটির অবস্থান দ্বিতীয়ি স্থানে। প্রেইরি অঞ্চলে ২ লাখ ডলারের কম মূল্যের বাড়ির হিস্যায় চতুর্থ স্থানে আছে সাস্কাতুন। ২৩ শতাংশ হিস্যা নিয়ে জাতীয়ভাবে শহরটির অবস্থান ষষ্ঠ।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী বাড়ি বলতে আমরা কাকে বুঝবো ২ লাখ ডলার সেক্ষেত্রে একটা রেফারেন্স পয়েন্ট হতে পারে।

পয়েন্ট২হোমস সংগৃহীত উপাত্ত অনুযায়ী, ২ লাখ ডলারের কম মূল্যের বাড়ির হিস্যা সবচেয়ে কানাডার এমন ১০টি শীর্ষ শহরের মধ্যে ছয়টিই প্রেইরির। এই তালিকায় চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম স্থানে আছে যথাক্রমে লেদব্রিজ, এডমন্টন, উইনিপেগ ও রেড ডিয়ার। ১০ম স্থানে আছে কুইবেক সিটি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কানাডার আবাসন বাজারে তালিকাভুক্ত মাত্র ১০ শতাংশ বাড়ির দাম ২ লাখ ডলারের নিচে। বাড়ির বর্ধিত মূল্যের কারণে প্রধান প্রধান শহরগুলোতে এ ধরনের বাড়ির তালিকাভুক্তি সেভাবে নেই।

আবাসন বাজার নিয়ে কিছু করার জন্য সাস্কেচুয়ানকে ধন্যবাদ জানান সাস্কেচুয়ান রিয়েলটরস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস গুইরেতে। তিনি বলেন, অর্থনৈতিক কর্মকা- ও প্রবৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সাস্কেচুয়ান সাফল্য দেখিয়েছে। প্রদেশে সাশ্রয়ী আবাসনও এখনও বিদ্যমান আছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.