
সমকামিতা সম্পর্কিত বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন মত সম্বলিত বই প্রকাশ করায় একজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছে অন্টারিও লিবারেল পার্টি। দলের একজন মুখপাত্র বলেছেন, প্যারি সাউন্ড-মাসকোকার প্রার্থী ব্যারি স্ট্যানলি দলের ভেটিং টিমের কাছে তার বইয়ের বিষয়টি ঘোষণা করেননি।
দলীয় মুখপাত্র আন্দ্রিয়া আর্নেসাকস বলেন, তার বইকে প্রকাশিত তার মত সম্পর্কে জানতে পারার পর তিনি যে আর দলের প্রার্থী নন স্ট্যানলিকে সেটি জানিয়ে দেওয়া হয়েছে।
স্ট্যানলি তার বইয়ে দাবি করেছেন, জন্মগ্রহণের পরপরই রিব্রিদিং ফুরিয়ে আসার কারণে সমকামিতা তৈরি হতে পারে। মস্তিষ্ক কীভাবে কাজ তার সঙ্গে এটি সম্পর্কিত।
আর্নেসাকস বলেন, দলীয় নেতা স্টিভেন ডেল ডুকা ও দলের তরফ থেকে স্ট্যানলির মতের নিন্দা জানানো হয়েছে। তাছাড়া হোমোফোবিয়ার ইতিহাস আছে এমন কারও প্রার্থীতা বিবেচনায় না নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
তবে স্ট্যানলির কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।