বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
0.7 C
Toronto

Latest Posts

খেলার মাঠ ও পার্কে মাইন পুতেছে রুশ সেনারা

- Advertisement -
ইউক্রেনের শহর ইরপিনের খেলার মাঠ, পার্ক ও বাড়ির সামনে রুশ সেনারা মাইন পুতে রেখেছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

ইউক্রেনের শহর ইরপিনের খেলার মাঠ, পার্ক ও বাড়ির সামনে রুশ সেনারা মাইন পুতে রেখেছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি শহরটি সফর করেন।

ইউক্রেনে কানাডার দূতাবাস পুনরায় চালু করতে রোববার অঘোষিত ইউক্রেন সফরে যান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মেলানি জোলিও ইরপিন শহর পরিদর্শন করেন।

- Advertisement -

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িসহ শহরের বিভিন্ন স্থানে রুশ সেনারা বিপুল সংখ্যক মাইন পুতে রাখায় রাস্তার পাশে পা না ফেলার জন্য আমাকে সাবধান করে দেওয়া হয়। কেবল কন্ডো কমপ্লেক্সে নয়, প্রায় সবখানেই মাইন পুতছে রুশ সেনারা। এমনকি তারা খেলার মাঠ, পার্ক ও বাড়ির সামনে ও পেছনেও মাইন পুতে রাখছে।
জোলি বলেন, কিয়েভ দখলের জন্য কৌশলগতভাবে রাশিয়ানদের জন্য ইরপিন গুরুত্বপূর্ণ। বুচার পাশেই এর অবস্থান। বুচায় রাশিয়ার বেসামরিক মানুষের ওপর রাশিয়ার নিপীড়ন গণহত্যা কিনা সেই তদন্ত চলছে।

ইরপিন থেকে ৫০ হাজারের মতো বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলানি জোলি। আগ্রাসনের আগে শহরটি ইউক্রেনের তরুণদের কাছে খুবই জনপ্রিয় ছিল। জোলি বলেন, ইরপিন এমন একটি শহর যাকে টরন্টো বা মন্ট্রিয়লের উপশহরের সঙ্গে তুলনা করা যেতে পারে। এটা এমন এক শহর যেখানে প্রথমবারের মতো বাড়ি ক্রেতারা যান। তরুণ পরিবারগুলো তাদের প্রথম বাড়িটি এখানেই কেনে। এখানকার কন্ডো অ্যাপার্টমেন্টে তাদের সন্তানদের জন্ম হয়। এখানে অনেক খেলার মাঠ রয়েছে।

রুশ সৈন্যরা শহরটি ছেড়ে গেলেও কিয়েভের উপশহর থেকে সন্তানদের নিয়ে সেখানে ফেরা পরিবারগুলোর জন্য খুবই বিপজ্জনক। বিশেষ করে মাইন অপসারণ না করা পর্যন্ত। সুতরাং, প্রথমে এগুলো এড়িয়ে চলতে হবে এবং তারপর সেগুলো অপসারণ করতে হবে।

মেলানি জোলি বলেন, মাইন অপসারণে কানাডা দক্ষ এবং ইউক্রেনে এ বিষয়ে বিশেষজ্ঞ পাঠানো হচ্ছে। সেই সঙ্গে মাইন ও বিস্ফোরক অপসারণে নিয়োজিত হালো ট্রাস্টকে ২০ লাখ ডলার তহবিলও দেওয়া হচ্ছে। মাইন অপসারণে আমাদের বিশেষজ্ঞ রয়েছে। স্থলমাইন বিষয়ক কনভেনশন যারা তৈরি করেছে যেসব দেশ আমরা তাদের অন্যতম। স্থলমাইন অপসারণে আমাদের কানাডিয়ান প্রযুক্তিও আছে। আমাদের এ বিষয়ে ভালো দক্ষতা রয়েছে। মাইনের বিপদ সম্পর্কে ইউক্রেনের প্রাপ্ত বয়স্ক ও শিশুদের সচেতন করে তুলতেও সহায়তা করছে কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.