শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

কর্মীদের জন্য উপযুক্ত কাজ এবং ন্যায্য মজুরির দাবীতে সভা

- Advertisement -
অন্টারিওতে জুনের নির্বাচনের আগে ওয়ার্কার্স অ্যাকশন সেন্টার সবার জন্য উপযুক্ত কাজ নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রচারাভিযান শুরু করেছে

গত ১৬ মে শনিবার টরন্টো শহরের বাঙালিদের প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া পার্ক এবং ডেনফোর্থে অবস্থিত এক্সেস পয়েন্ট-এ বাংলাদেশি কমিউনিটির অনেক কর্মী কর্মক্ষেত্রে তাদের দুর্দশা, সংগ্রাম এবং কম মজুরির সাথে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরতে এবং কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব সেই দিকে আলোকপাত করার জন্য একত্রিত হয়েছিলেন । এই কর্মশালাটির আয়োজন করেছিল “ওয়ার্কার্স অ্যাকশন সেন্টার, যা একটি তৃণমূল অলাভজনক সংগঠন এবং যা নন-ইউনিয়নভুক্ত কর্মীদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করে থাকে।

অধিকাংশ বাঙালিদের উপস্থিতিতে উক্ত কর্মশালায় সবাই ১৫ ডলার ন্যূনতম মজুরি দিয়ে বিল পরিশোধ করতে হিমশিম খাওয়া, দীর্ঘ সময় ধরে কাজ করা, অসুস্থতার সময় বেতনসহ কোন ছুটি না পাওয়া, টেম্প এজেন্সিগুলির মাধ্যমে কাজ পাওয়া কর্মীদের কাজের জায়গায় খারাপ অবস্থা এবং অস্থায়ী বা খণ্ডকালীন কর্মী হওয়ার কারণে শ্রম আইন অনুযায়ী কোনও সুবিধা না পাওয়ার বিষয়ে কথা বলেছিলেন।

- Advertisement -

অন্টারিওতে জুনের নির্বাচনের আগে ওয়ার্কার্স অ্যাকশন সেন্টার সবার জন্য উপযুক্ত কাজ নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রচারাভিযান শুরু করেছে, যেখানে ন্যূনতম মজুরি ২০ ডলার, ১০টি বেতনসহ অসুস্থতার ছুটির দিন, অস্থায়ী এজেন্সীগুলির মাধ্যমে কাজ পাওয়া কর্মীদের জন্য শক্তিশালী সুরক্ষা, সমান কাজের জন্য সমান বেতন এবং আরও অনেক কিছুর আহ্বান জানানো হয়েছে। কমিউনিটির সদস্যরা এই প্রচারাভিযানকে আন্তরিকভাবে সমর্থন করেছেন এবং সবাই এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির জন্য আগ্রহী, যা একটি সত্যিকারের পার্থক্য তৈরি করবে ৷ কোন রাজনৈতিক দল, কোন ইস্যুকে সমর্থন করে সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে,
অনুগ্রহ করে https://www.justice4workers.org/election_tool-এ এই লিংকে ক্লিক করলে জানতে পারবেন।

ওয়ার্কার্স অ্যাকশন সেন্টার উপস্থিত সকলের জন্য সকালের নাস্তা ও দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছিলেন, যা পুরো আয়োজনটিকে ঈদপূণর্মিলনীতে রূপান্তরিত করেছিল। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.