
আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে জয়লাভ করলে নিম্ন ও মধ্যম আয়ের সব পরিবারকে বিনামূল্যে অথবা কম খরচে দন্ত চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছে অন্টারিওর নিউ ডেমোক্রেটিক পার্টি। ফেডারেল ডেন্টাল প্রোগ্রামের প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি আনতে ও তা সম্প্রসারণেই এই পরিকল্পনা।
ফেডারেল পরিকল্পনার আওতায় প্রতিশ্রুত এ সেবা প্রাদেশিক এনডিপির পরিকল্পনার অধীনে আগামী বছর অন্টারিওবাসীকে দেওয়া হবে। পরিকল্পনায় আরও বেশি সংখ্যক মানুষকে আংশিক হলেও সেবাটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
প্রত্যন্ত কমিউনিটিগুলোতে কম প্রতিবন্ধকতার ক্লিনিক ও ভ্রাম্যমাণ ডেন্টাল কেয়ার বাসের মাধ্যমে জনগণ যাতে দন্ত চিকিৎসা সেবা পায় তাতে সহায়তার অংশ হিসেবে অর্থ বরাদ্দও রাখছে এনডিপি। এনডিপি নেতা আন্দ্রিয়া হরওয়াথ টরন্টোতে এক ঘোষণায় বলেন, দন্ত চিকিৎসকের কাছে যাওয়া খরচের ব্যাপার। এটা ব্যয়বহুল। সব পরিবার যাতে তাদের প্রয়োজনীয় দন্ত চিকিৎসা সেবা পেতে পারেন সেটা নিশ্চিত করতে পারবো আমরা।
৯০ হাজার ডলারের কম উপার্জনকারী পরিবারগুলো ২০২৩ সালের মধ্যে অর্থাৎ ফেডারেল পরিকল্পনারও দুই বছর আগে এনডিপির এ পরিকল্পনার আওতায় আসবে। আর যেসব পরিবারের আয় ২ লাখ ডলারের বেশি তারা এর আওতায় আসবে দুই বছরের মধ্যে।
এনডিপি বলেছে, অন্টারিওর যেসব পরিবারের আয় ৯০ হাজার ডলারের কম তাদের কোনো খরচই বহন করতে হবে না। তবে যেসব পরিবারের আয় ৯০ হাজার থেকে ২ লাখ ডলার তাদের আংশিক খরচ বহন করতে হবে। তবে কোনোমতেই তা মোট বিলের অর্ধেকের বেশি হবে না।
অন্টারিওর শিশু, তরুণ ও জ্যেষ্ঠ নাগরিকরাও এই পরিকল্পনার আওতায় আসবেন। দলের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ১ কোটি বাসিন্দা এই পরিকল্পনার সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এর ফলে চার সদস্যের একটি পরিবার মৌলিক পরীক্ষা-নিরীক্ষা ও ক্যাভিটি ফিলিং বাবদ বছরে ১ হাজার ২৪০ ডলার সাশ্রয়ের সুযোগ পাবে।
নির্বাচিত হলে পরিকল্পনা বাস্তবায়নে এ বছরই ৬৮ কোটি ডলার বিনিয়োগ করবে এনডিপি। ফেডারেল সরকারের পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই প্রস্তাবের অধীনে অন্টারিওবাসী দন্ত চিকিৎসা বাবদ অর্থ সাশ্রয় করতে পারবেন। আর ফেডারেল সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ ও বার্ষিক অর্থ প্রবাহ আসা শুরু হলে অন্টারিও এনডিপি তাদের কর্মসূচির ব্যয় বছরে ৩৮ কোটি ডলারে নামিয়ে আনবে।