
ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বা এতে বিনিয়োগের ব্যাপারে আমেরিকানদের মতো অতোটা উৎসাহী নন কানাডিয়ানরা। মঙ্গলবার প্রকাশিত নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজের অর্থায়নের গৃহীত গবেষণা প্রকল্পের অংশ হিসেবে সমীক্ষাটি চালিয়েছে ইপসস।
সমীক্ষায় অংশ নেওয়া আমেরিকানদের ২৪ শতাংশ পণ্য ও সেবা কিনতে বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের কথা জানিয়েছেন। কানাডিয়ানদের মধ্যে এ হার ১৮ শতাংশ। আন্তঃসীমান্ত ব্যাংকিং ফি এড়াতেও ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে কানাডিয়ানদের চেয়ে আমেরিকানরা বেশি আগ্রহী। আমেরিকানদের মধ্যে এ হার ১৯ মতাংশ হলেও কানাডিয়ানদের মধ্যে ১৪ শতাংশ। এছাড়া ক্রিপ্টোকারেন্সিতে ১৪ শতাংশ আমেরিকান রেমিট্যান্স পাঠালেও কানাডিয়ানদের মধ্যে এ হার ১১ শতাংশ। সমীক্ষায় অংশ নেওয়া ইউরোপীয়দের মধ্যেও এ হার প্রায় একই রকম। তবে লাতিন আমেরিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগর এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকানদের মধ্যে এ হার লক্ষ্যণীয় মাত্রায় কম।
বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারী ৩৫ শতাংশের ওপর সমীক্ষাটি চালানো হলেও মাত্র ২৪ শতাংশ আমেরিকান ও ১৭ শতাংশ কানাডিয়ান স্বল্পমেয়াদে বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ইচ্ছা পোষণ করেছেন।
নভেম্বরে ২০টি দেশের ১৪ হাজার ইন্টারনেট ব্যবহারকারীর ওপর অনলাইনে সমীক্ষাটি চালানো হয়। তাতে তরুণ প্রজন্মের মধ্যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের উচ্চ সম্ভাবনা দেখা যায়। ১৮ থেকে ৩৪ বছর বয়সী ২৫ শতাংশ আমেরিকান ও ২৯ শতাংশ কানাডিয়ান আগামী বছর কেনাকাটায় ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন। একই সম্ভাবনার কথা জানিয়েছেন ৩৫ থেকে ৪৯ বছর বয়সী কানাডিয়ানদের ২২ শতাংশ এবং ৫০ থেকে ৭৪ বছর বয়সী মাত্র ৬ শতাংশ।
অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, গ্রেট ব্রিটেন, ভারত, ইন্দোনেশিয়া, ইসরায়েল, জাপান, কেনিয়া, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, রিপাবলিক অব কোরিয়া, সিঙ্গাপুর, স্পেন, সুইডেন, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রে সমীক্ষাটি চালানো হয়।