বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
7.4 C
Toronto

Latest Posts

খালি বাড়ির ওপর কর আরোপ করতে চায় পিল রিজিয়ন

- Advertisement -
ছবি/ জনসন জনসন

টরন্টোর মতো পিল রিজিয়নও খালি বাড়ির ওপর কর আরোপের কথা ভাবছে। এ ব্যাপারে জনগণের মতামত সংগ্রহে অনলাইন জরিপ শুরু করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিল রিজিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে খালি বাড়ির মালিকরা তা বিক্রি করতে বা অন্যদের কাছে ভাড়া দিতে উৎসাহিত হবেন। শেষ পর্যন্ত তা আবাসন সরবরাহ শক্তিশালী করবে।

- Advertisement -

১৬ মে পর্যন্ত অনলাইন জরিপ চলবে। একই সাথে ভার্চুয়ালি এক জোড়া পরামর্শের আয়োজনও করবে পিল রিজিয়ন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাকেন্ট হোম ট্যাক্স বা খালি বাড়ির ওপর ট্যাক্স এমন একটি পন্থা যা শহরাঞ্চলে ব্যবহার করা যেতে পারে, যেখানে দ্রুত বাড়ির দাম বৃদ্ধি এবং ক্রয় ও ভাড়ার জন্য বাড়ির সীমিত প্রাপ্যতার মতো আবাসন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো দেখা যাচ্ছে। কোনো বাড়ি এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ছয় মাস খালি থাকলেই কেবল ওই বাড়ির ওপর কর প্রযোজ্য হবে।

টরন্টো সিটি কর্তৃপক্ষ বছরে ছয় মাসের বেশি সময় অব্যবহৃত রাখা বাড়ির মালিকদের নির্দিষ্ট হারে করের আওতায় আনার পরিকল্পনা করছে, ২০২৩ সাল থেকে যা কার্যকর হবে। করের হার হবে বাড়ির মূল্যের এক শতাংশ হারে। এর ফলে বছরে ৫ কোটি ৫০ লাখ থেকে ৬ কোটি ডলার রাজস্ব আসবে বলে আশা করা হচ্ছে। এই রাজস্ব বাবদ প্রাপ্ত অর্থ পরবর্তীতে সাশ্রয়ী আবাসন উদ্যোগের পেছনে খরচ করা হবে।

পিল রিজিয়নের সীমানার মধ্যে খালি বাড়ির ওপর করের ধরন কী হবে সে সম্পর্কে কিছু বলেনি। তবে এটা যে শেষ পর্যন্ত স্থানীয়ভাবে সাশ্রয়ী আবাসনের প্রাপ্যতায় উন্নতি আনবে সেটা বলা যায়।

টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ডের হিসাব অনুযায়ী, ৯০৫ রিজিয়নে বাসযোগ্য সব ধরনের বাড়ির গড় বিক্রয়মূল্য ছিল মার্চে ১৩ লাখ ৫০ হাজার ডলার, যা ২০২১ সালের মার্চের তুলনায় ২৭ শতাংশ বেশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.