বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
4.3 C
Toronto

Latest Posts

ইকুয়ালাইজেশন কর্মসূচির পক্ষে আলবার্টার সিংহভাগ মানুষ

- Advertisement -
আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি বলেন, ব্রিটিশ কলাম্বিয়া ও কুইবেক তেল ও পাইপলাইন প্রকল্পে বাধা দিলেও আলবার্টার নাগরিকরা বিলিয়ন ডলার পরিশোধ করে থাকে এবং এ নিয়ে আলবার্টা উদ্বিগ্ন

ইকুয়ালাইজেশন কর্মসূচির প্রতি কানাডিয়ানদের সমর্থনের ওপর আলবার্টার গণভোটের প্রভাব পড়েছে সামান্যই। নতুন এক জাতীয় সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

রেসপন্সেস টু দ্য কনফেডারেশন ফর টুমরো শীর্ষক সমীক্ষাটি অনলাইনে ও টেলিফোনে ৫ হাজার ৪৬১ জনের ওপর চালানো হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিজুড়ে সমীক্ষার কাজ চলে। সমীক্ষায় অংশ নেওয়া তিন-চতুর্থাংশ কানাডিয়ান ইকুয়ালাইজেশন কর্মসূচির প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছেন। আলবার্টার নাগরিকদের মধ্যে সমর্থনের হার ৫৭ শতাংশ।

- Advertisement -

এনভায়রনিকস ইনস্টিটিউট ফর সার্ভে রিসার্চের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু পারকিন বলেন, এ নিয়ে টানা চতুর্থ বছর সমীক্ষাটি চালানো হলো এবং ফলাফলে কোনো হেরফের দেখা গেলো না।

২০২১ সালে আলবার্টার গণভোটে ভিন্ন রকম ফলাফল আসার পাঁচ মাস পর সমীক্ষায় এই ফলাফল উঠে এলো। ১৮ অক্টোবরের গণভোটে অংশ নেওয়া ৬২ শতাংশ ভোটার এ সংক্রান্ত সাংবিধানিক ধারাটি বাতিলের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু এককভাবে তা পরিবর্তনের ক্ষমতা আলবার্টার নেই।

ইকুয়ালাইজেশনে ফেডারেল সরকারের সংগৃহীত কিছু করের অর্থ ধনী প্রদেশ থেকে নি¤œ আয়ের প্রদেশে স্থানান্তর করা হয়। সবার জন্য মৌলিক সেবা প্রাপ্তি নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি বলেন, ব্রিটিশ কলাম্বিয়া ও কুইবেক তেল ও পাইপলাইন প্রকল্পে বাধা দিলেও আলবার্টার নাগরিকরা বিলিয়ন ডলার পরিশোধ করে থাকে এবং এ নিয়ে আলবার্টা উদ্বিগ্ন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.