মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
8 C
Toronto

Latest Posts

টরন্টোতে রাস্তার প্রথম গর্ত মেরামত

- Advertisement -
বছরের প্রথম সড়কের গর্ত মেরামত সপ্তাহান্তে সমাপ্ত করেছে টরন্টো।

বসন্ত আসি আসি করছে। তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় এ বছরের প্রথম সড়কের গর্ত মেরামত সপ্তাহান্তে সমাপ্ত করেছে টরন্টো। শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলে। প্রায় ৪৫ জন ক্রু নগরজুড়ে মেরামত কার্যক্রম পরিচালন করেন।

এর আগে শুক্রবার এক বিবৃতিতে টরন্টোর মেয়র জন টরি বলেন, ২০২২ সালের জন্য প্রথমবারের মতো ১২ ঘণ্টার টরন্টোজুড়ে সড়কের গর্ত মেরামতের কাজ শুরু করছি। অনেকগুলোর মধ্যে এটাই প্রথম মেরামত। কারণ সড়ক ব্যবহারীরা এসব গর্ত নিয়ে কী ধরনের হতাশ আমরা তা জানি।

- Advertisement -

সিটি কর্মকর্তারা বলছেন, রাস্তা মেরামতের জন্য শনিবারের আবহাওয়া সবচেয়ে উপযোগী। কারণ, শুষ্ক আবহাওয়া তাপমাত্রা শুন্য ডিগ্রির উপরে থাকার কথা।

মেরামত কাজ চলাকালে ওয়ার্ক জোনের প্রতি যাতে সম্মান প্রদর্শনের পাশাপাশি ক্রুদের সহায়তা করা হয় জনগণের প্রতি সে আহ্বান জানানো হয়েছে। পুরো শীতকালজুড়ে ক্রুরা সড়কের অবস্থা ভালো রাখতে নিয়মিত কাজ হিসেবে গর্ত মেরামত করে গেছেন।
সিটি কর্তৃপক্ষ বলছে, টহলের সময় ক্রুরা অবগত হওয়ার সাধারণত চারদিনের মধ্যে সড়কের গর্ত মেরামত হয়ে যায়। চলতি বছর এখন পর্যন্ত ক্রুরা ৫০ হাজারের বেশি গর্ত মেরামত করেছে। সড়ক ও বাইকওয়ের গর্তগুলো মেরামতে সিটি কর্তৃপক্ষ এ বছর প্রায় ৪৪ লাখ ডলারের বাজেট দিয়েছে।

সড়কে গর্তের ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে ৩১১ টরন্টো মোবাইল অ্যাপ, অনলাইন অথবা ৩১১ এ ফোন করে তারা তা জানাতে পারেন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.