
আকাশ-স্পর্শী গ্যাসের দাম বৈদ্যুতিক গাড়ির কথা ভাবতে বাধ্য করছে কানাডিয়ানদের। আরও বেশি সংখ্যক চালুক বৈদ্যুতিক গাড়িতে চলে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। বিপণন পেশায় নিয়োজিত অ্যাশ মোলায়েই ওইসব চালকদের একজন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার তুলনামূলক নতুন স্পোর্ট ইউটিলিটি ভেহিকলটি (এসইউভি) বৈদ্যুতিক গাড়িতে বদলে নেওয়ার অন্যতম কারণ গ্যাসের উচ্চমূল্য।
কানাডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (সিএএ) তথ্য অনুযায়ী, কানাডাজুড়ে শুক্রবার গ্যাসের গড় দাম ছিল লিটারপ্রতি ১ দশমিক ৭ ডলার, এক বছর আগের তুলনায় যা ৩৩ শতাংশ বেশি। দেশের অনেক অংশে সাম্প্রতিক মাসে প্রতি লিটার গ্যাসের দাম ২ ডলারে উঠতেও দেখা গেছে।
কেপিএমজির সাম্প্রতিক এক সমীক্ষার ফল বলছে, গ্যাসের উচ্চ মূল্য এবং জ¦ালানি তেল সরবরাহজনিত সমস্যার কারণে ৬১ শতাংশ কানাডিয়ান মনে করছেন বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের এখনই উপযুক্ত সময়। আর কখনই গ্যাসচালিত গাড়ি কিনবেন না বলে জানিয়েছেণ সমীক্ষায় অংশ নেওয়া ৫১ শতাংশ কানাডিয়ান। গত মাসেই বৈদ্যুতিক গাড়ির ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছেন ৬ শতাংশ কানাডিয়ান।
মোলায়েই বলছেন, পরবর্তী গাড়িটি শতভাগ বৈদ্যুতিক হবে।
সিমন ফ্রেজার ইউনিভার্সিটির ক্লিন এনার্জি কানাডার পরিচ্ছন্ন পরিবহনের কর্মসূচি ব্যবস্থাপক জোয়ানা কিরিয়াজিস বলেন, বৈদ্যুতিক গাড়ির চালকরা ভুরাজনৈতিক কারণে সৃষ্ট জ¦ালানির দামের ওঠানামা থেকে ওয়ালেটটা সুরক্ষিত রাখতে পারবেন। যেমনটা আমরা দেখছি ইউক্রেন যুদ্ধের ফলে। বৈদ্যুতিক গাড়ির মালিক হওয়ার অর্থ হলো গ্যাস স্টেশনে আপনাকে আর যেতে হচ্ছে না এবং গ্যাসের দাম কত হতে পারে তা নিয়েও ভাবতে হচ্ছে না। ৪১৩ কিলোমিটার রেঞ্জের ২০২১ মডেলের শেভি বোল্ট বাড়িতে চার্জ দিতে প্রদেশভেদে খরচ হবে ৫ থেকে ১৩ ডলার।
তবে উচ্চ মূল্য কানাডায় বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এখনও অন্যতম প্রতিবন্ধক। কানাডায় একটি নতুন বৈদ্যুতিক গাড়ি কিনতে খরচ হয় ৩২ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার ডলার। বাড়িতে চার্জিং স্টেশনে খরচ হয় আরও ৩০০ থেকে ৭০০ ডলার। খুচরা যন্ত্রাংশ ও শ্রমিকের মজুরি যোগ করলে এর সঙ্গে আরও ১ হাজার ২০০ থেকে ২ হাজার ডলার যোগ করতে হবে।