
বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ, বিশিষ্ট রিয়েলটর আব্দুল আউয়াল । প্রতিবছর তিনি পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ পেয়ে থাকেন টপ প্রডিউসার ও চেয়ারম্যান এ্যাওয়ার্ড। এবছরও এটার ব্যতিক্রম হয়নি। এবছরও চেয়ারম্যান এ্যাওয়ার্ড পেয়ে তাক লাগিয়ে দিলেন রিয়েলটর আব্দুল আউয়াল। টানা পাচঁবার তিনি এই এ্যাওয়ার্ড পাবার সৌভাগ্য অর্জন করলেন। রিয়েল এস্টেট ব্যবসায় গত দুইবছর নানা চড়াই-উৎরাই থাকলে আব্দুল আউয়ালের সাফল্যে ভাটা পরেনি একটুকু। টানা পাঁচ বছরে একইরকমভাবে সাফল্য ধরে রাখা সত্যিই বিস্ময়কর। ২০২১ সালে সর্বোচ্চ প্রপার্টি কেনা-বেচা এবং এই সেক্টরে অসামান্য সাফল্য প্রদর্শন করায় গত ২০ মার্চ ব্রামটনের গ্রান্ড এ্যাম্পায়ার ব্যাঙ্কোয়েট হলে কানাডার সর্ববৃহৎ রিয়েল এস্টেট ব্রোকারেজ হোমলাইফ মিরাকল রিয়েলটি লিমিটেড আয়োজিত এ্যানুয়্যাল গালা ডিনার অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে রিয়েলটর আব্দুল আউয়ালকে এই সম্মান প্রদান করা হয়।
এ্যাওয়ার্ডটি গ্রহণ করে আব্দুল আউয়াল উচ্ছাস প্রকাশ করেন। এই অর্জনে তিনি নিজেও অভিভূত এবং আনন্দিত। বললেন, আমি চেষ্টা করি ক্লায়েন্টকে সর্বোচ্চ সেবা দিতে। বিক্রি বাড়ানোর চাইতে একজন স্যাটিসফাইড ক্লায়েন্টের মুখের হাসি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে সবসময় চেষ্টা করি সততা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে। প্রতিটি ক্লায়েন্টকে সমান গুরুত্বের সঙ্গে সেবা দিয়ে থাকি। চেষ্টা করি আমার উপর আস্থা ও যে বিশ্বাস রেখে জীবনের সবচে বড় বিনিয়োগটি করছেন সেটা যেনো নিরাপদ এবং লাভজনক হয়। আর তাদের সেই ভালোবাসা ও আস্থার ফসল এই অর্জন। এই পুরস্কার আমাকে আরো দায়িত্বশীল করে তুলেছে। আমার সকল ক্লায়েন্ট, কমিউনিটির প্রিয়জন এবং পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এসব মানুষের সহযোগিতা আমাকে দারুণরকমের উৎসাহ যুগিয়েছে।
হোমলাইফ মিরাকল রিয়েলটি লিমিটেডের কর্ণধার, ব্রোকার অব রেকর্ড অজয় শাহ বলেন, উত্তর আমেরিকার সর্ববৃহৎ ব্রোকারেজ হাউজ হোমলাইফ মিরাকল রিয়েলটি লিমিটেড। এই প্রতিষ্ঠানে প্রায় ২০০০ এজেন্ট রয়েছে। তাদের মধ্যে আব্দুল আউয়াল চেয়ারম্যান এ্যাওয়ার্ড পাওয়ায় তাকে অভিনন্দন। আমি আশা করছি সে আগামীতে আরো অনেক সাফল্য এবং চমক দেখাবে। আমি বলবো, সে আসলেই একটা মিরাক্যাল পারফরমার এজেন্ট।
জমপেশ নাচ-গান এবং মুখরোচক খাবারের পরিবেশনা ছিলো পুরো অনুষ্ঠান জুড়েই। নৈশভোজের মাধ্যমে এই আয়োজন শেষ হয়। এই অর্জনে সাপ্তাহিক বাংলামেইল পরিবারের পক্ষ থেকে রিয়েলটর আব্দুল আউয়ালকে অভিনন্দন জানানো হয়েছে।