বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
1.3 C
Toronto

Latest Posts

টরন্টোতে বেড বাগের দৌরাত্ম্য

- Advertisement -
ফাইল ছবি

২০২১ সালের জন্য কানাডার বেড বাগ ক্যাপিটলের স্বীকৃতি পেয়েছে টরন্টো সিটি। ওরকিন কানাডার র‌্যাংকিংয়ে এ নিয়ে তৃতীয়বারের বেড বাগে শীর্ষে থাকলো নগরীটি। কোম্পানি পরিচালিত বাণিজ্যিক ও আবাসিক বেড বাগ নির্মুলের তথ্য সংকলন করে তার ভিত্তিতে এই তথ্য দিয়েছে ওরকিন।

এই তালিকায় গত বছর দ্বিতীয় স্থানে ছিল সাডবারি। এরপরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভ্যানকুভার, সেইন্ট জন’স, ওশাওয়া, স্কারবোরো, মঙ্কটন, সেইন্ট জন, উইনিপেগ এবং এডমন্টন।

- Advertisement -

ওরকিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ভ্রমণ নিষেধাজ্ঞা, বাড়িতে বসে কাজের আদেশ ও দূর থেকে কাজের পদ্ধতি বেড বাগের বংশবৃদ্ধির সুযোগ করে দিয়েছে। এখনও তা অব্যাহত রেখেছে তারা। বেড বাগ মানুষ, জামাকাপড় ও আসবাবের সঙ্গে লেগে থাকে। এমনকি তা উড়োজাহাজের আসন, হোটেল শয্যা ও অফিসের চেয়ারেও জায়গা নিতে পারে।

ওরকিনের তথ্য অনুযায়ী, খাদ্যের সন্ধানে পোকাটি ৩০ মিটার বা ১০০ ফুট পর্যন্ত যেতে পারে। তাদের খাবার মূলত মানুষের রক্ত, যা তারা মধ্যরাত থেকে শুরু করে ভোর ৫টার মধ্যে সংগ্রহ করে।

কোম্পানি বলেছে, যেহেতু প্রতি ১৬ দিনে দ্বিগুন হওয়ার সক্ষমতা রয়েছে তাই কানাডায় তাদের আধিপত্য ধরে রাখাটা খুব বেশি কঠিন হবে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.