
একটি পার্টির ১৫৪ জনকে মেক্সিকোতে রেখেই কানাডায় ফেরার অভিযোগ উঠেছে সানউইং এয়ারলাইন্সের বিরুদ্ধে। পার্টির আয়োজক জেমস উইলিয়াম আওয়াদ বৃহস্পতিবার মন্ট্রিয়লে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, এয়ারলাইন্সটি অন্যায়ভাবে তাদের গ্রুপটিকে ফেলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো একটি ভিডিওর ভিত্তিতে তার গ্রুপটিকে কানাডায় ফেরাতে অস্বীকৃতি জানানোয় সানউইংসহ এয়ার কানাডা ও এয়ার ট্রানসাটের লজ্জা পাওয়া উচিত। গ্রুপের সদস্যদে হোটেল ভাড়া ও খাওয়ার মতো অর্থ আছে কিনা তা না জেনেই ১৫৪ জনকে মেক্সিকোতে ফেলে এসেছে।
পেছনে কানাডা, কুইবেক ও যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে ২৮ বছর বয়সী আওয়াদ সংবাদ সম্মেলনটি করেন। প্রত্যেক সাংবাদিককে একটিমাত্র প্রশ্ন করতে বলা হয় এবং কেউ কেউ একাধিক প্রশ্ন করতে চাইলে তাকে বের করে দেওয়া হবে বলেও জানানো হয়।
৩০ ডিসেম্বরের ফ্লাইটটির যাত্রীদের মাস্ক না পরে গা ঘেষাঘেষি করে গান গাইতে ও নাচতে দেখা যায়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একে বোকামি ও অসভ্যতা বলে মন্তব্য করেন। ফ্লাইটটির ব্যাপারে তদন্ত করে দেখছে ট্রান্সপোর্ট কানাডা।