
অন্টারিওর ন্যুনতম মজুরি বৃদ্ধি কার্যকর হয়েছে। এর ফলে অন্টারিওর কিছু শ্রমিক এখন থেকে তাদের বেতনে স্ফীতি দেখতে পাবেন।
ন্যুনতম মজুরির অধীনে কাজ করা কর্মীরা এখন থেকে ঘণ্টায় ১৫ ডলার আয় করতে পারবেন। এর আগে প্রতি ঘণ্টায় ন্যুনতম মজুরি ছিল ১৪ দশমিক ৩৫ ডলার। লিকার সরবরাহকারীদের ন্যুনতম মজুরি ঘণ্টায় ১২ দশমিক ৫৫ ডলার থেকে বেড়ে হয়েছে ১৫ ডলার।
১৮ বছরের কম বয়সী যেসব শিক্ষার্থী সপ্তাহে ২৮ ঘণ্টা কাজের সুযোগ পেয়ে থাকেন তারা এখন থেকে ঘণ্টায় ন্যুনতম ১৪ দশমিক ১০ ডলার আয় করতে পারবেন। আগে তারা পেতেন ঘণ্টায় ১৩ দশমিক ৫০ ডলার।
প্রদেশের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অন্টারিওতে ৭ লাখ ৬৭ হাজার কর্মী ন্যুনতম বা তার কম মজুরিতে কাজ করতেন। এমন সময় ন্যুনতম মজুরি বৃদ্ধি কার্যকর হলো যখন অনেক শিল্প শ্রমিক সংকটে ভুগছে। এছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে আবার মূল্যস্ফীতির সঙ্গে লড়াইয়ের পাশাপাশি মেধাবীদের আকর্ষণে বেগ পেতে হচ্ছে।