সোমবার, মার্চ ১৮, ২০২৪
-0.4 C
Toronto

Latest Posts

অন্টারিওর ভাড়াটিয়াদের বাড়তি ভাড়া গুনতে হবে

- Advertisement -
ছবি/ হারমেন জেলিভ্যানমরিক

অন্টারিও ভাড়া বৃদ্ধির নীতিমালা ২০২২ সালের জন্য ১ দশমিক ২ শতাংশ বাড়িয়েছে। এর ফলে বসবাস বাবদ প্রদেশের বাসিন্দাদের বাড়তি ভাড়া গুনতে হবে।

নীতিমালায় একজন বাড়ির মালিক ল্যান্ডলর্ড অ্যান্ডর টেন্যান্ট বোর্ডের অনুমোদন ছাড়াই এ বছর বাড়ি ভাড়া সর্বোচ্চ কত বাড়াতে পারবেন সে নির্দেশনা দেওয়া আছে। নীতিমালাটি অধিকাংশ ভাড়া দেওয়া অ্যাপার্টমেন্ট, কন্ডো, বাড়ি এবং কেয়ার ও ভ্রাম্যমাণ বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে খালি বাড়ি, কমিউনিটি আবাসন ও বাণিজ্যিক ইউনিটের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটতে পারে।

- Advertisement -

২০২০ সালের নীতিমালায় বাড়ি ভাড়া বেড়েছিল ২ দশমিক ২ শতাংশ। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালে ভাড়া বৃদ্ধির ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেটি প্রত্যাহার করায় আবার ভাড়া বাড়ানোর সুযোগ পাচ্ছেন মালিকরা।
রেন্টালসডটসিএ বলছে, গ্রেটার টরন্টো এরিয়াতে নভেম্বরে বাড়ি ভাড়া ছিল মাসিক গড়ে ২ হাজার ১৬৭ ডলার। তবে টরন্টো সিটিতে বছরশেষে তা ২ হাজার ৪৯৫ ডলারে পেঝৗঁছে যাবে বলে প্রাক্কলন করা হয়েছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.