শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
8.8 C
Toronto

Latest Posts

শতবর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই কানাডার জমজমাট উৎসব

- Advertisement -

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবের শতবর্ষ উৎসব অনুষ্ঠিত হয় গত ১৯ ডিসেম্বর টরন্টোর জেসিস ব্যাংকোয়েট হলে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবের শতবর্ষ উৎসব অনুষ্ঠিত হয় গত ১৯ ডিসেম্বর টরন্টোর জেসিস ব্যাংকোয়েট হলে । উৎসবের আয়োজনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর এলামনাই সদস্যদের প্রবল উৎসাহ থাকলেও অনুষ্ঠানের আগে কোভিড ১৯ এর নতুন নিষেধাজ্ঞা দেয়ায় উৎসাহে কিছুটা ভাটা পরে। তবে এলামনাই নেতৃত্ব দৃঢ়তার সাথে প্রতিকূলতা সত্ত্বেও উৎসবের সফল আয়োজন করে।

কানাডা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জসিম উদ্দীন (প্রাক্তন ভিসি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়) স্বাগত বক্তব্য দেন। তার বক্তব্যে শতবর্ষ উদযাপনের সামগ্রিক অবস্থা তুলে ধরেন এবং সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

- Advertisement -

সংগঠনের সভাপতি ব্যারিস্টার আলমগীর হুসাইন উৎসব আয়োজনের বিস্তারিত বিবরণ দেনএবং প্রতিকূলতা সত্ত্বেও যারা উপস্থিত হয়েছেন তাদের কৃতজ্ঞতা জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবের একশত বছর, বৃটিশ বিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠা, পাকিস্তান প্রতিষ্ঠা, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, ১০ দফা আন্দোলন তথা স্বাধীনতা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ত্যাগ নিয়ে।

নিজের রচিত পুথিঁ পাঠ করেন ব্যারিস্টার আলমগীর হুসাইন, কবিতা পাঠ/আবৃত্তি করেন সবার পরিচিত রুমানা রহমান, কৌতুক বলেন ড. গোলাম দস্তগীর, মেহেদী এবং রেজা। মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে ফারজানা এবং তাবাসুম।

সমস্ত অনুষ্ঠান পরিচালনা করে ফাহমিদা মিতা।

কোভিড-১৯ এর নতুন বিধি-নিষেধ থাকায় অনুষ্ঠান দ্রুত শেষ করতে হয়। অনুষ্ঠানে নৈশভোজের আয়োজন করা হয়, উৎসব উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি সম্বলিত ম্যাগাজিন তৈরি হয়। মাত্র দশ ডলারে বিক্রি হয়। জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে টরন্টোর এমন অনুষ্ঠান বিরল। সবাই মুগ্ধ ও আনন্দিত। এই সফল অনুষ্ঠানের সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন ড. জসিম উদ্দীন, এবিএম খান, আবুল হাসনাত, মেহেদী হাসান, মালিহা মনসুর, ড. গোলাম দস্তগীর, ড. মিজানুর রহমান, মঈন তালুকদার, রুমানা চৌধুরী, ড. মোর্শেদ, জিয়া তালুকদার, ড. এম আর খান, ভূইয়া কাশেম, জেসমীন জলি, ড. ব্রিগেডিয়ার রমিজ, শওকত ফেরদৌস, তৈয়বুর, রাজু আহমেদ, ফাহমিদা মিতু, ডা নাজমা আহমেদ, নাবিল মোর্শেদ, ফজলে হোসেন, দিলরুবা আকতার, রিয়াজ, আকমল সরকার, নাসরিন, আশফাক, রেজা মান্নান, হাবিবুর রহমান, ইঞ্জি আলতাফ হোসেন, ফারাহানা, তানজিনা, নিনা, সাজ্জাদ, রেজাউল করীম, দেওয়ান চৌধুরী, সাইদা আফরোজ, পরিমল দেবনাথ, প্রফেসর ড. স্বদেশ সাহা, ড. গনি, দিলারাসহ অনেকে।

সবশেষে সংগঠনের সভাপতি ব্যারিষ্টার আলমগীর হুসাইন আগামী এপ্রিলের মধ্যে সংগঠনের নতুন কমিটি গঠন এবং মে মাসের প্রথম সপ্তাহে অভিষেক বৈশাখি ও ঈদ পূর্নমিলনীর আয়োজনের ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.