
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আগামী বছরও অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করে দিয়েছে কানাডার কেন্দ্রীয় ব্যাংক। তবে মূল্যস্ফীতি রুখতে সুদের হার এখনই বাড়ানোর পক্ষে নয় বলেও জানিয়ে দিয়েছে ব্যাংক অব কানাডা।
কানাডায় বার্ষিক মূল্যস্ফীতি অক্টোবরে ৪ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে, মহামারিকালীন সময়ের মধ্যে যা সর্বোচ্চ এবং ১৮ বছরের মধ্যে ভোক্তা মূল্য সূচকের সবচেয়ে দ্রুত বৃদ্ধি।
ব্যাংক অব কানাডা বলছে, উচ্চ মূল্যস্ফীতি আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ২০২২ সালের দ্বিতীয়র্ধে এসে তা স্বস্তিদায়ক পর্যায়ে নামবে। তখন মূল্যস্ফীতির হার দাঁড়াতে পারে এক থেকে তিন শতাংশের মধ্যে। আর আগামী বছর শেষে মূল্যস্ফীতির হার দাঁড়াতে পারে ২ দশমিক ১ শতাংশ।
সুদের হার সর্বনি¤œ দশমিক ২৫ শতাংশই রাখার ঘোষণা দিয়েছে ব্যাংক অব কানাডা। কোভিড-১৯ মহামারি শুরুর প্রাক্কালে ২০২০ সালের জানুয়ারি থেকে এটা অপরিবর্তীত রয়েছে। আগামী বছরের এপ্রিল ও সেপ্টেম্বরের আগে ব্যাংক সুদের হার বাড়ানোর পথে হাটবে না।
ব্যাংক অব কানাডা বলছে, তৃতীয় প্রান্তিকে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পর অর্থনৈতিক পুনরুদ্ধারে গতি দেখা যাচ্ছে। যদিও অক্টোবরে ব্যাংক অব কানাডা প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল এটা তার চেয়ে বেশ কম। প্রান্তিক প্রবৃদ্ধি সার্বিক অর্থনৈতিক কর্মকা-কে ১ দশমিক ৫ শতাংশের মধ্যে নিয়ে আসবে। মহামারির আগে ২০১৯ সালের শেষ প্রান্তিকে এমনটাই ছিল।
নভেম্বরে শ্রমবাজার প্রত্যাশার চেয়ে শক্তিশালী দেখা গেছে। মূল কর্মীদের কর্মসংস্থান সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। এর মধ্যে বেকারত্বের হার মহামারি পূর্ববর্তী সময়ে অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারি যা ছিল তার চেয়ে মাত্র দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট বেশি আছে।