নিজের প্রতিষ্ঠিত পিপলস’ পার্টি অব কানাডার নেতৃত্ব ধরে রেখেছেন ম্যাক্সিম বার্নিয়ের। ভোটদাতাদের ৯৬ শতাংশই বার্নিয়েরের নেতৃত্বের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।
১২ নভেম্বর ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় গত শুক্রবার। ২ সেপ্টেম্বর পর্যন্ত যাদের দলের সদস্যপদ ছিল কেবল তারাই ভোট দিতে পেরেছেন। সব মিলিয়ে ভোট পড়ে ১৫ হাজার ৪৫৪টি, যা মোট ভোটের তিন-পঞ্চমাংশ।
ভোটাভুটির পর বার্নিয়ের এক বিবৃতিতে বলেন, তিন বছর আগে প্রতিষ্ঠিত দলের মধ্যে ঐক্য হিসেবেই এ ভোটকে দেখছি আমি। কনজারভেটিভ পার্টি থেকে বেরিয়ে নতুন দল গঠন করেন বার্নিয়ের।
তিনি বলেন, এখন আমার কাজ হবে পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করা। নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক না কেন।
গত নির্বাচনে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে পিপলস’ পার্টি অব কানাডা। তবে এবারও হাউজ অব কমন্সের কোনো আসন জিততে ব্যর্থ হয়েছে তারা।