
যৌন নিপীড়নের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে সনাক্ত করতে তার ছবি প্রকাশ করেছে টরন্টো পুলিশ। গত ফেব্রুয়ারি থেকেই ওই ব্যক্তিকে সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশেল তথ্যমতে, গত ৫ ফেব্রুয়ারি ব্র্যাম্পটনের উইলিয়াম পার্কওয়ে ও জেমস পটার রোড এলাকা থেকে ১৮ বছর বয়সী এক নারীকে তুলে আনতে চালকসহ একটি গাড়ি পাঠান ওই ব্যক্তি। সেখান থেকে তাকে তুলে নিয়ে টরন্টোর একটি জায়গায় নেওয়া হয় এবং তার ওপর যৌন নিপীড়ন চালানো হয়।
কনস্টেবল ডেভিড হপকিন্স সোমবার সিপি২৪কে বলেন, কয়েক মাস ধরেই মামলাটি নিয়ে কাজ করছি আমরা। এ ঘটনায় জড়িত বলে যাকে আমরা সন্দেহ করছি তার ছবি প্রকাশ করা হয়েছে। ওই ব্যক্তিকে সনাক্ত করতে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
তত্যমতে, ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ওই ব্যক্তির বয়স ৩০ এর কোটায়। ছোট চুলের ওই ব্যক্তির চোখের রং বাদামি।
হপকিন্সন বলেন, ওই নারীকে রাইড শেয়ারে নাকি ট্যাক্সিতে করে আনা হয়েছে তা পরিস্কার নয়। ব্র্যাম্পটন থেকে তাকে তুলে নিয়ে টরন্টোর কোনো স্থানে রাখা হয়। সেখানেই তার ওপর যৌন নিপীড়ন চালানো হয় এবং বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে জানা না যাওয়ায় গাড়িতেই তার ওপর নিপীড়ন চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
যে ব্যক্তি গাড়ি ডেকেছিলেন তিনি ওই নারীকে চেনেন কিনা সে ব্যাপারে কিছু বলতে চায়নি পুলিশ। পুলিশ বলছে, তারা উদ্বিগ্ন এই ভেবে যে সেখানে আরও ভুক্তভোগী থাকতে পারে। এ ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করা হচ্ছে।
হপকিন্স বলেন, এ ধরনের ঘটনা আরও কারো সঙ্গে যদি ঘটে থাকে তাহলে তাদের প্রতি আহ্বান থাকবে আমাদেরকে তা জানানোর। শুধু তদন্তের স্বার্থে নয়, তারা যাতে কিছুটা উপকৃত হন সেটাও এর উদ্দেশ্য।