বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

আদিবাসী শিশুদের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা শুরু

- Advertisement -
আদিবাসী সেবা বিষয়ক মন্ত্রী প্যাটি হাইডু

আদালতের আদেশে ফার্স্ট নেশন শিশুদের ক্ষতিপূরণের বিষয়ে আদিবাসী নেতা ও ফেডারেল সরকারের মধ্যে আলোচনা সোমবার শুরু হতে যাচ্ছে। একে সম্প্রীতির রাস্তা হিসেবে দেখছেন অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশনের প্রধান রোজঅ্যানি আর্কিবল্ড।

শনিবার তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত আলোচনা চলার কথা রয়েছে এবং আদিবাসী নেতারা সরকারের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বসার প্রস্তুতি নিচ্ছেন।

- Advertisement -

ফার্স্ট নেশন শিশুদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার কারণে অটোয়ার প্রতি তাদেরকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন ফেডারেল কোর্ট অব আপিল। আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করেছে ফেডারেল সরকার।

আর্কিবল্ড এ প্রসঙ্গে বলেন, বিষয়টির সমাধানে আমরা আগের চেয়ে অনেক কাছাকাছি চলে এসেছি। ন্যায়সঙ্গত একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে অ্যাসেম্বলি অব দ্য ফার্স্ট নেশন্সের নির্বাহী কমিটি আলোচনায় বসতে সম্মত হয়েছে।

ফার্স্ট নেশন শিশুদের জন্য অটোয়া যে সচেতনভাবেই কম তহবিল দিচ্ছে ২০১৬ সালে তা সামনে আনে কানাডিয়ান হিউম্যান রাইটস ট্রাইব্যুনাল।

আদালতের আদেশের বিরুদ্ধে শুক্রবার আপিল দাখিলের পর আদিবাসী সেবা বিষয়ক মন্ত্রী প্যাটি হাইডু, ক্রাউন আদিবাসী বিষয়ক মন্ত্রী মার্ক মিলার ও বিচারমন্ত্রী ডেভিড লামেট্টি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা স্থগিতের ব্যাপারে মতৈক্য হওয়ার কথা জানান।

আর্কিবল্ড বলেন, আসন্ন বৈঠক সম্পর্কে বিস্তারিত তিনি জানাতে পারবেন না। তবে আদিবাসী শিশুদের ৪০ হাজার ডলার করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে হিউম্যান রাইটস ট্রাইব্যুনালের বিবৃতির সঙ্গে তিনি একমত।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে, যাদের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে সেই বাবা-মা অথবা প্রপিতামহ-প্রমাতাহসহ প্রত্যেক ফার্স্ট নেশন শিশু ৪০ হাজার ডলার করে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। এটাই সর্বোচ্চ পরিমাণ। ৫৪ হাজার শিশু ও তাদের পরিবার ক্ষতিপূরণের জন্য যোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে এবং অটোয়াকে এজন্য ব্যয় করতে হবে ২০০ কোটি ডলার।

আর্কিবল্ড বলেন, কেন্দ্রীয়ভাবে ক্ষতিপূরণ প্রদানের অর্থ দাঁড়াবে আদিবাসীর শিশুদের তাদের বাড়ি থেকে বের করে আনার পক্ষে একটি স্বীকৃতি। তবে যে ক্ষত তৈরি হয়েছে এই পদ্ধতিতে তা সারবে না। ক্ষতিপূরণ কখনও ন্যায়বিচার নয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.