শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
8.2 C
Toronto

Latest Posts

পাবলিক স্কুলে টেক-হোম টেস্ট কিট

- Advertisement -
টরন্টোর সব স্কুলে টেক-হোম কোভিড-১৯ টেস্ট কিট পাওয়া যাবে বলে জানিয়েছেন সিটি কর্মকর্তারা

সপ্তাহ শেষে টরন্টোর সব স্কুলে টেক-হোম কোভিড-১৯ টেস্ট কিট পাওয়া যাবে বলে জানিয়েছেন সিটি কর্মকর্তারা। তারা বলেন, কোনো শিক্ষার্থীর মধ্যে ভাইরাসের উপসর্গ দেখা দিলে বা ক্লাসের অন্য শিক্ষার্থী অথবা কর্মী আক্রান্ত হলে ওই শিক্ষার্থী টেক-হোম পিসিআর কিট ব্যবহার করতে পারবে।

নাসারন্ধ্রের সোয়াবের পরিবর্তে জিহ্বা, গাল ও নাক থেকে সোয়াব অথবা স্যালাইভা নিয়ে পরীক্ষাটি করা যাবে।পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর পরিবারগুলো স্থানীয় টেস্টিং সাইটে অথবা নির্ধারিত স্কুলে প্রক্রিয়াকরণ ও ফলাফলের জন্য পরীক্ষাটি জমা দিতে পারবে। এজন্য সময় লাগবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা।

- Advertisement -

এ বছরের গোড়ার দিকে পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে কিছু স্কুলে পিসিআর টেস্ট সরবরাহ করা হয়েছিল। এখন সমগ্র নগরীতে প্রকল্পটি সম্প্রসারণ করা হচ্ছে।

নগরীর পক্ষ থেকে বলা হয়েছে, অন্টারিওতে এটাই এ ধরনের প্রথম কর্মসূচি, যেখানে সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই আক্রান্ত ব্যক্তিকে সহজেই সনাক্ত করা সম্ভব।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.