বিদেশি হস্তক্ষেপের সম্ভাব্য তদন্তের টার্মস অব রেফারেন্স নির্ধারণে অন্য বিরোধীদলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী ফেডারেল কনজার্ভেটিভ পার্টি। সামনের দিনগুলোতে এ সংক্রান্ত শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন টরি নেতা পিয়েরে পয়লিয়েভর। রোববার তিনি এ কথা বলেন। পয়লিয়েভর বলেন, কাজ শুরু করতে আগামী সপ্তাহে তিনি নিউ ডেমোক্র্যাট ও ব্লক কুইবেকোয়িসের সঙ্গে বসবেন।
লিবারেল সরকার সর্বশেষ দুটি ফেডারেল নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগের গণতদন্ত শুরুর সম্ভাবনার উন্মুক্ত করার পর এই মন্তব্য করলেন পয়লিয়েভর। তবে এটা কেবল তখনই হবে যদি বিরোধীদলগুলো টার্মস অব রেফেরেন্স, সময়সীমা ও সম্ভাব্য নেতা নির্বাচনের ব্যাপারে একমত হয়ে কার্যক্রমটি শুরু করে।
পয়লিয়েভর রোববার বিকালে বলেন, যে ব্যক্তি তদন্তের নেতৃত্ব দেবেন তিনি যাতে নিরপেক্ষ ও স্বাধীন হন সেটা নিশ্চিত করতে বিরোধীদলের সহকর্মীদের সঙ্গে আমি কাজ করব। আমি এমন কাউকে এ পদে চাই যার সঙ্গে ট্রুডো পরিবারের বা পিয়েরে এলিয়ট ট্রুডো ফাউন্ডেশনের সঙ্গে সম্পর্ক থাকবে না। সেই সঙ্গে নির্দলীয় ও নিরপেক্ষতার রেকর্ড থাকে।
দ্রুততম সময়ে তদন্ত শুরু করতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতিও আহ্বান জানান পয়লিয়েভর। তিনি বলেন, এখনই তার এটা করা উচিত। এমন কাউকে তার খূঁজে বের করা উচিত যিনি প্রস্তুত রয়েছেন এবং আমাদের টার্মস অব রেফারেন্স প্রয়োজন।
নিউ ডেমোক্র্যাটদের মনেও সুনির্দিষ্ট কিছু যোগ্যতা মনে আছে। এনডিপি নেতা জাগমিত সিং রোববার বলেন, গণতদন্ত অবশ্যই নেতৃত্ব দেবেন একজন বিচারক, যার লিবারেল পার্টি বা পিয়েরে এলিয়ট ট্রুডো ফাউন্ডেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ ছাড়া তিনি অন্তত গত এক দশকে ফেডারেল কোনো রাজনৈতিক দলকে অনুদান দেননি সেটাও নিশ্চিত করতে হবে।
This article was written by Helal Chowdhury as part of the LJI