সোমবার, মার্চ ১৮, ২০২৪
-0.4 C
Toronto

Latest Posts

বিরোধিতার মুখে লাইন ৫ পাইপলাইন

- Advertisement -
এনব্রিজের বিকল্প কোনো পরিকল্পনা আঝে কিনা জানতে চাইলে কোম্পানির মুখপাত্র জুলি কেলনার বলেন, লাইন ৫-এর কোনো বিকল্প নেই

লাইন ৫ নামে পরিচিত কানাডা-যুক্তরাষ্ট্র তেল ও গ্যাস পাইপলাইন এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে। পাইপলাইনের বিরোধিতাকারী ওয়াটারমেড রক্ষার চেষ্টা করছেন।

লাইন ৫ উইসকনসিনের ব্যাড রিভারের যেখান দিয়ে গেছে সেখানকার নদীতীরের বড় অংশ বসন্তের বন্যায় ক্সতিগ্রস্ত হয়েছে। পাইপলাইনের মালিক ও পরিচালকদের লাইন ৫ এর প্রথাগত অঞ্চল দিয়ে নিতে ২০১৯ সাল থেকে আদালতে রয়েছে লেক সুপেরিয়র চিওেয়ার ব্যাড রিভার ব্যান্ড।

- Advertisement -

ব্যান্ডের আইনজীবীরা গত সপ্তাহে যুক্তি তুলে দরে বলেন, নদীর বাকি তীরও যে ধসে পড়বে এ ব্যাপারে এখন আর কোনো সন্দেহ নেই।

চারটি স্থানে পাইপলাইন থেকে নদীর দূরত্ব ৪ দশমিক ৬ মিটারেরও কম। একটি স্থানে এটি মাত্র ৩ দশমিক ৪ মিটার দূরে অবস্থিত। সম্প্রতি নদীভাঙন আশঙ্কাজনকহারে অব্যাহত রয়েছে।

উইসকনসিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক উইলিয়াম কনলি বৃহস্পতিবার প্রস্তাবের ওপর শুনানির দিন রেখেছিলেন। প্রস্তাবে এনব্রিজ যাতে পাইপলাইন বন্ধ রাখে সেই নির্দেশনা চাওয়া হয়েছে।

তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পাইপলাইন নিয়ে নিরাপত্তার কোনো প্রশ্ন এখানে নেই। অবশ্যই আতঙ্কেরও কোনো কারণ নেই। পরিস্কার করে বললে, ব্যান্ডের নেতারা উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ এই জ¦ালানি অবকাঠামো বন্ধ করে দিতে চাইছেন। তাদের এই কাজের মাধ্যমে কারা ক্ষতিগ্রস্ত হবে সে ব্যাপারে কোনো বাছবিচার তারা করছে না।
এনব্রিজের বিকল্প কোনো পরিকল্পনা আঝে কিনা জানতে চাইলে কোম্পানির মুখপাত্র জুলি কেলনার বলেন, লাইন ৫-এর কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে লাইন ৫ যে নিরাপদ আমরা সেটা প্রমাণ করবো। লাইন ৫ উন্মুক্ত নয়। এটি মাটির কয়েক ফুট নিচে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.