মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-1.5 C
Toronto

Latest Posts

তহবিল সংগ্রহে প্যাট্রিক ব্রাউন

- Advertisement -
ফেডারেল কনজার্ভেটিভ নেতৃত্বের প্রচারণায় নেওয়া ঋণ পরিশোধের চেষ্টা করছেন ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন

ফেডারেল কনজার্ভেটিভ নেতৃত্বের প্রচারণায় নেওয়া ঋণ পরিশোধের চেষ্টা করছেন ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন। তবে এটা দলের কোনো সহযোগিতা বা দাতাদের নামে ট্যাক্স রিসিট ইস্যু ছাড়াই।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিয়ম ও কানাডা ইলেকশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে গত বছর নেতৃত্বের দৌড় থেকে ছিটকে পড়েন প্যাট্রিক ব্রাউন। কনজার্ভেটিভ পার্টির এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করে। যদিও ব্রাউন কোনো ধরনের ভুল করেননি বলে দাবি করেন এবং অন্টারিওর ব্র্যাম্পটনের মেয়র নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

- Advertisement -

কিন্তু তার নির্বাচনী প্রচারণায় ব্যয় হওয়া অর্থ এখনো অপরিশোধিত রয়েছে এবং গত সপ্তাহে তিনি গ্রেটার টরন্টো এরিয়াতে তহবিল সংগ্রহ কর্মসূচির আয়োজন করেন। এজন্য প্রতি টিকিটের মূল্য ধরা হয় ১ হাজার ৭০০ ডলার।

ব্রাউনের নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক বলেন, অনুদান সংগ্রহের জন্য তার দল আনুষ্ঠানিক এজেন্টের নামে একটি হিসাব খুলেছে। ইলেকশন কানাডার কাছ থেকে পরামর্শ পাওয়ার পর হিসাবটি খোলা হয় এবং প্রচারণা দল ইলেকশন কানাডার শর্তগুলো মেনে চলার পরিকল্পনা করছে। তবে নির্বাচনী প্রচারণা বাবদ ব্রাউনের কী পরিমাণ দায় তৈরি হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি তিনি। তিনি শুধু বলেন, এটা ১০ লাখ ডলার ছাড়াবে না।

১০ মার্চের মধ্যে ব্রাউনকে অবশ্যই প্রচারণার চূড়ান্ত হিসাব বিবরণী দাখিল করতে হবে বলে জানিয়েছেন ইলেকশন কানাডার একজন মুখপাত্র।

ব্রাউনের প্রচারণা দলের অনুদান কনজার্ভেটিভ পার্টি গ্রহণ করছে না। নেতৃত্বের প্রতিযোগিতার শর্ত পূরণে ব্যর্থ কোনো প্রার্থীর অনুদান নেওয়ার সুযোগ দলের নেই।

ইলেকশন কানাডার নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের লাভের উদ্দেশে তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হলে অবশ্যই তা সংস্থাটিকে জানাতে হবে। সেই সঙ্গে নেতৃত্বের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মতো কোনো স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি থাকতে হবে অনুষ্ঠানে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.