মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.7 C
Toronto

Latest Posts

‘মিট এন্ড গ্রীট উইথ পিয়েরে পলিভিয়ের’

- Advertisement -
গত ১১ মার্চ কনজারভেটিভ পার্টির প্রধান নেতা পিয়েরে পলিয়েভার এসছিলেন স্কারবোরোতে

গত ১১ মার্চ কনজারভেটিভ পার্টির প্রধান নেতা পিয়েরে পলিয়েভার এসছিলেন স্কারবোরোতে। এই উপলক্ষে টরন্টো দুর্গাবাড়ী আয়োজন করে ‘মিট এন্ড গ্রীট উইথ পিয়েরে পলিভিয়ের’। পিয়েরে পলিয়েভার বলেন, দীর্ঘ আট বছর ধরে কানাডায় লং উইন্টার চলছে। এখন স্প্রিংয়ের আভাস দেখা যাচ্ছে। সবাই এই সময়ের জন্যেই ওয়েট করছিলো। জাস্টিন ট্রুডোর সরকারের বিদায়ের মধ্য দিয়েই এই দীর্ঘ উইন্টারের অবসান ঘটবে। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সাধারণ নাগরিকদের জীবন দুর্বিসহ করে তুলেছে। মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসলে এই অবস্থার পরিবর্তন হবে।

পিয়েরে পলিয়েভার কানাডায় বাংলাদেশি সম্প্রদায়ের নানা ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটিতে আমি বারবার আসবো। আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থীদের পাশে দাড়ানোর অনুরোধও জানান তিনি।
দুর্গাবাড়ীর পক্ষে সুশীতল সিংহ চৌধুরী ও সুদীপ সোম রিঙ্কুও শুভেচ্ছা বক্তব্য রাখেন।

- Advertisement -

পুরো আয়োজনটি ধারণ করে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি। এনআরবি টিভিকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারও দিয়েছেন পিয়েরে পলিভিয়ের । সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট গবেষক, লেখক সুব্রত কুমার দাস।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.