
এ বছরের টি-শার্টের নকশায় সহায়তার লক্ষ্যে বার্ষিক টেরি ফক্স রানের সঙ্গে যোগ দিয়েছেন ভ্যানকুভার বংশোদ্ভুত চলচ্চিত্র তারকা, প্রযোজক ও স্ক্রিনরাইটার রায়ান রেনল্ডস। টি-শার্ট বিক্রির এই অর্থ ব্যয় হবে ক্যানসার গবেষণায়।
টি-শার্ট পরিহিত নিজের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন রেনল্ডস। সেখানে তিনি উল্লেখ করেছেন, সেকেন্ড গ্রেডের শিক্ষার্থী থাকার সময়ই তিনি টেরি ফক্স রানে অংশ নিয়েছেন।
টেরি ফক্স ফাউন্ডেশনের একজন মুখপাত্র ডেনিস ডায়াস বলেন, ফক্স পরিবার ও অন্যান্য সৃজনশীল অংশীজনের সঙ্গে জোট বেঁধে সাদা টি-শার্টের নকশা করতে সহায়তা করেছেন রেনল্ডস।
টি-শার্টের সামনের অংশে আছে ফক্সের একটি সাদা-কালো ছবি। ছবির পেছনে নীল কালিতে লেখা আছে ‘ডিয়ার টেরি’। ফক্সকে লেখা সত্যিকারের হাতে লেখা চিঠির কপি এবং লেখা রয়েছে টি-শার্টের পেছনের অংশে।
ডেনিস ডায়াস বলেন, রেনল্ডস তার অংশগ্রহণের কথা জানিয়ে দেওয়ার পর থেকে প্রাক-ক্রয়াদেশের হিড়িক পড়ে গেছে। সোমবার সকালের মধ্যেই ৬ হাজার ৩০০ এর বেশি টি-শার্ট বিক্রি হয়ে গেছে।
এ বছরের টেরি ফক্স দৌড় অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। নিবন্ধন শুরু হবে ১২ এপ্রিল থেকে। ১৯৮০ সালের ওই দিনেই ফক্স তার দৌড় শুরু করেন। ডায়াস বলেন, এর প্রতি বিপুল আগ্রহ ও সাড়ার কারণে ফাউন্ডেশন রোববার প্রথমবারের মতো টি-শার্টের প্রাক-ক্রয়াদেশ নেওয়ার অনুমতি দেয়।