সোমবার, মার্চ ২০, ২০২৩
-1.6 C
Toronto

Latest Posts

বাড়ি নির্মাণের অনুমোদন দ্রুত দেওয়ার দাবি

- Advertisement -
বাড়ি নির্মাণে গতি বাড়াতে মিউনিসিপাল অ্যাফেয়ার্স ও আবাসনমন্ত্রী স্টিভ ক্লার্ক সাম্প্রতিক বছরগুলোতে একাধিক পদক্ষেপ নিয়েছেন

নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়ায় গতি আনা প্রয়োজন বলে জানিয়েছে আবাসিক ভবন নির্মাতাদের একটি গ্রুপ। সেই সঙ্গে দক্ষ অভিবাসী এবং গ্রিন বিল্ডিং স্ট্যান্ডার্ডসের ব্যাপারে মিউনিসিপালিটিগুলোর পদক্ষেপে রাশ টানার দাবি জানিয়েছে তারা।

প্রদেশ তাদের বাজেট তৈরির কাজ করছে এবং অর্থায়ন ও নীতি পরিবর্তনে হাজারো অনুরোধ আসছে তাদের কাছে। প্রিমিয়ার ডগ ফোর্ডের উন্নয়নপ্রত্যাশী সরকার বাড়ির সরবরাহ বৃদ্ধির নানা উপায়ের সন্ধানে থাকায় রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন কাউন্সিল অব অন্টারিওর মতো গ্রুপগুলো বিষয়গুলো অন্য স্তরে নিয়ে যেতে চাইছে।

- Advertisement -

বাড়ি নির্মাণে গতি বাড়াতে মিউনিসিপাল অ্যাফেয়ার্স ও আবাসনমন্ত্রী স্টিভ ক্লার্ক সাম্প্রতিক বছরগুলোতে একাধিক পদক্ষেপ নিয়েছেন। টরন্টো ও অটোয়ার মেয়রদের শক্তিশালী মেয়র পাওয়ার প্রদান এর মধ্যে অন্যতম। সেই সঙ্গে সংরক্ষিত গ্রিনবেল্টে উন্নয়নের অনুমতিও দেওয়া হয়েছে। আইন ও নীতিমালায় পরিবর্তন আগামী ১০ বছরে সরকারের ১৫ লাখ বাড়ি নির্মাণের লক্ষ্য অর্জনকে সামনে রেখে।

তবে এখন পর্যন্ত যে অগ্রগতি তাতে করে নির্ধারিত সময়ে লক্ষমাত্রা অর্জন সম্ভব না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২২ সালে নতুন বাড়ি নির্মিত হয়েছে ৯৬ হাজারের কিছু বেশি। যদিও হেমন্তের অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনে ৮৬ হাজার ৬০০ বাড়ি নির্মাণের প্রাক্কলন করেছিল সরকার। তারপরও ১৫ লাখের লক্ষমাত্রা স্পর্শ করতে যে বছরে দেড় লাখ বাড়ি নির্মাণ প্রয়োজন সে থেকে অনেকটাই পিছিয়ে আছে সরকার।

ক্লার্কের একজন মুখপাত্র বলেন, গত ২০ বছরে বার্ষিক যত সংখ্যক বাড়ি নির্মিত হয়েছে ৯৬ হাজার সংখ্যাটি তার চেয়ে ৩০ শতাংশ বেশি।

সরকার যাতে আরও পদক্ষেপ নিতে পারে সেজন্য একাধিক উপায়ের কথা বলেছে রেসিডেন্সিয়াল বিল্ডারস’ অ্যাসোসিয়েশন। নির্মাণ শর্ত সামঞ্জস্যকরণ এর মধ্যে অন্যতম। কিছু কিছ মিউনিসিপালিটি প্রযোজ্য মনে করলে বাড়ি নির্মাণে তাদের নিজস্ব কারিগরি শর্ত প্রয়োগ করছে, যা অন্টারিও এবং জাতীয় বিল্ডিং কোডের সঙ্গে যা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.