কানাডার নির্দিষ্ট কিছু শহরে রাইড-শেয়ারিং সেবা ফিরিয়ে এনেছে উবার। তবে নতুন নামে। কর্মকর্তাকে উবার এক্স নামে পরিচিত এই সেবাকে বলছেন যাত্রীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও টেকসই।
টরন্টো, ভ্যানকুভার ও মন্ট্রিয়লে চালু হওয়া উবার এক্স সেবায় একবাধিক যাত্রী এক সঙ্গে ভ্রমণ করতে পারবেন এবং ভাড়াও পরিশোধ করবেন আলাদা আলাদা।
কানাডায় উবারের আগের সেবাটি পরিচিত ছিল উবারপুল নামে এবং কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে টরন্টোতে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে সেবাটি ফিরিয়ে আনতে নিরলস কাজ করার কথা জানিয়েছে উবার।
উবার কানাডা মোবিলিটির মহাব্যবস্থাপক মাইকেল ভ্যান হেমেন এক বিবৃতিতে উবার বলেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের বিষয়টি ভূমিকা রাখে। ভাগাভাগি করে যাত্রার এই সুযোগ যাত্রীদের আরও সাশ্রয়ী ও টেকসই অভিজ্ঞতা দেবে।
অতীতে উবারপুল সরসারি রুটে সেবা দিতে এবং গণপরিবহনের চেয়ে বেশি সময় লাগতো। কিন্তু উবার এক্সে এমন ফিচার যোগ করা হয়েছে, যার ফলে সর্বোচ্চ ৬ মিনিট পর্যন্ত বাড়তি সময় লাগতে পারে।
এছাড়া উবার এক্স শেয়ার ব্যবহার করলে যাত্রীরা সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়ও পাবেন। উবার বলেছে, কম গাড়িতে বেশি যাত্রী নিয়ে পরিবেশসম্মত উপায়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ দিচ্ছে উবার এক্স শেয়ার। এর ফলে নগরীতে কার্বন নিঃসরণ অনেকটাই হ্রাস পাবে।
চালকদের বিষয়ে উবার এক্স শেয়ার বলেছে, ভাগাভাগি করে নেওয়ায় ট্রিপ তুলনামূলক লম্বা হবে এবং তার ভাড়াও হবে বেশি। সেক্ষেত্রে দ্বিতীয় যাত্রী গ্রহণের ক্ষেত্রে চালকরা ১ ডলার প্রণোদনা পাবেন।