
অন্টারিওতে গত নভেম্বরে ইনডোরে মাস্ক পরিধানের যে সুপারিশ করা হয়েছিল আইনসভায় স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোনের গুরুত্বপূর্ণ বার্তায় তা অনুপস্থিত। নথিপত্র অন্তত তা-ই বলছে।
প্রদেশের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর সব ইনডোর পাবলিক সেটিংসে মাস্ক পরিধানের জোরালো সুপারিশ করেছিলেন। কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা ও আরএসভির ত্রিমুখী হুমকি থেকে হাসপাতাল ও পেডিয়াট্রিক সেন্টারগুলোকে রেহাই দিতে এই সুপারিশ করেছিলেন তিনি।
ডা. কিয়েরান মুর সে সময় সাংবাদিকদের বলেন, অন্টারিওবাসীর মধ্যে ঝুঁকি বাড়তে থাকায় আমাদের হাতে থাকা সুরক্ষার সবগুলো স্তর ব্যবহার করতে হবে।
কিন্তু একই সপ্তাহে কুইন’স পার্কে ওই সুপারিশ অনুসরণ করা হয়নি। প্রিমিয়ার ডগ ফোর্ডসহ অনেক প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ এমপি মাস্ক না পরার মধ্য দিয়ে প্রদেশের শীর্ষ চিকিৎসকের এই সুপারিশ অমান্য করেন।
প্রশ্নোন্তর পর্বে গুরুত্বপূর্ণ ও প্রধান আলোচ্য বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত রয়েছে। তাতে দেখা যায়, কেবলমাত্র তাদেরকেই মাস্ক পরার সুপারিশ করা হয়েছে, যারা সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তি যেমন পাঁচ বছরের কম বয়সী শিশু ও ইমিউনোকম্প্রোমাইজড ব্যক্তিদের সংস্পর্শে আসবে তাদের ক্ষেত্রে। এতে ডা. মুরের ইনডোর সেটিংসে মাস্ক পরিধানের জোরালো যে সুপারিশ তার কোনো উল্লেখ নেই। এর পরিবর্তে মন্ত্রীর নোটে এটা ব্যক্তির পছন্দের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
বারবার এই লাইনেই কথা বলে আসছেন সিলভিয়া জোন্স। টকিং পয়েন্টে বলা হয়েছে, মাস্ক পরতে হবে কিনা সে ব্যাপারে সব অন্টারিওবাসীকে আমি তাদেরকেই মূল্যায়ন করে দেখতে বলবো।
এদিকে মাস্ক পরিধানের সুপারিশ করার মাত্র কয়েকদিন পর প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির এক ডজনেরও কম এমপিপিকে প্রশ্নোত্তরের সময় মাস্ক পরিধান করতে দেখা গেছে। তবে সদ্য কোভিড থেকে সেরে ওঠা সিলভিয়া জোন্সকে এ সময় মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।