
কানাডার অন্যতম বৃহৎ ভোক্তা ইলেক্ট্রনিক পণ্য বিক্রয়কারী বেস্ট বাই তাদের কর্মীবাহিনীর দশমিক ৭ শতাংশ ছেঁটে ফেলার ঘোষণা দিয়েছে। এর ফলে কোম্পানির ৭০০ কর্মী কাজ হারাবেন।
বেস্ট বাই কানাডার মুখপাত্র আনা লেগ্রেসলি বলেন, আমাদের স্টোর ও গ্রাহকদের সেবা প্রদান অব্যাহত রাখতেই কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত। এছাড়া কিছু কর্মীকে অন্য স্থানেও যেতে হবে।
এই পুনর্গঠনের অংশ হিসেবে কোনো স্টোর বন্ধ করে দেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশেই কর্মী ছাঁটাই করা হবে কিনা সে তথ্যও জানায়নি বেস্ট বাই। অথবা খুচরা বিক্রয়কর্মীদের পাশাপাশি করপোরেট অফিসেও কর্মী ছাঁটাই করা হবে কিনা তাও জানায়নি প্রতিষ্ঠানটি।
ছুটির মৌসুম শেষে স্টোরগুলো সাময়িক কর্মীদের সাধারণত ছেড়ে দেয়। তবে এই ছাঁটাই স্বাভাবিকের চেয়ে বেশি হবে।
২০২২ অর্থবছর শেষে যুক্তরাষ্ট্র ও কানাডায় বেস্ট বাইয়ের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার। এই কর্মীবাহিনীর ৫৫ শতাংশ পূর্ণকালীন এবং ৩৫ শতাংশ খ-কালীন। বাকি ১০ শতাংশ মৌসুমভিত্তিক নিয়োগ পেয়ে থাকেন।
বেস্ট বাই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং কোভিড-১৯ মহামারির সময় ইলেক্ট্রনিক পণ্যের ব্যাপক চাহিদার পর সম্প্রতি বিক্রি হ্রাস পেয়েছে। এক বিবৃতিতে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কোরি বেরি বলেন, আমাদের শিল্পের জন্য সত্যিই এটা একটা চ্যালেঞ্জিং পরিবেশ।
২৯ অক্টোবর শেষ হওয়া সর্বশেষ তিন মাসে বেস্ট বাইয়ের নিট মুনাফা হয়েছে ২৭ কোটি ৭০ লাখ ডলার। আগের বছরের একই প্রান্তিকে যেখানে মুনাফা হয়েছিল ৪৯ কোটি ৯০ লাখ ডলার।
গ্লোবাল ডাটার ব্যবস্থাপনা পরিচালক নিল সন্ডারস বলেন, ইলেক্ট্রনিক পণ্য বিক্রয় কমে যাওয়া বেস্ট বাই একমাত্র স্টোর নয়। পুরো বাজারেই মন্দা চলছে। চাহিদা হ্রাস সত্ত্বেও বেস্ট বাই এখনো উল্লেখযোগ্য বাজার হিস্যা ধরে রেখেছে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদে ভালো অবস্থায় রয়েছে।