বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

কর্মী ভাগানো প্রতিরোধ অন্টারিওর হাসপাতালগুলোর প্রধান দুশ্চিন্তা

- Advertisement -

 

অন্টারিও হসপিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্থনি ডেল

অস্ত্রোপচারের জন্য বেসরকারি ক্লিনিকের নতুন ব্যবস্থার ক্ষেত্রে অন্টারিওর হাসপাতালগুলোর সামনে প্রধান দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে কর্মী ভাগানো প্রতিরোধ করা। অন্টারিও হসপিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্থনি ডেল এ মন্তব্য করেছেন।

- Advertisement -

তিনি বলেন, অনিস্পন্ন অস্ত্রোপচারের চাপ কমাতে অন্টারিও যে পরিকল্পনা করছে তাতে নানা ঝুঁকি রয়েছে। বর্তমানে ২ লাখ ৬ হাজার অস্ত্রোপচার অনিস্পন্ন অবস্থায় রয়েছে। প্রধান প্রশ্নটি হচ্ছে স্বাস্থ্যখাত সংক্রান্ত মানবসম্পদ। অন্য নিয়োগদাতারা হাসপাতালের সদস্যদের ভাগিয়ে নিক, সেটা আমরা অবশ্যই দেখতে চাই না।

প্রদেশের পক্ষ থেকে এর আগে এই ঘোষণা দেওয়া হয় যে, অনিস্পন্ন অস্ত্রোপচারের বোঝা কমাতে বেসরকারি সার্জিক্যাল সেন্টার ব্যবহার করবে তার। এর মধ্যে রয়েছে হাঁটু ও হিপ প্রতিস্থাপন। বেসরকারি হাসপাতালে ছানি অস্ত্রোপচার বাড়ানোরও পরিকল্পনা করছে প্রদেশ।

সরকার বলছে, নতুন সার্জিক্যাল সেন্টারগুলো যাতে কর্মী ভাগিয়ে নিতে না পারে সেজন্য সুরক্ষা ব্যবস্থা রাখা হবে। এ ধরনের সেন্টারের জন্য আবেদনকারীদের কর্মী পরিকল্পনার কথা জানাতে হবে, যাতে সরকারি হাসপাতালের কর্মীবাহিনীর ওপর এর নেতিবাচক প্রভাব না পড়ে।

ডেল বলেন, নতুন মডেলের কার্যক্রম শুরু হলে হাসপাতালগুলোর কর্মীবাহিনীর অবস্থা কি দাঁড়ায় তা নিয়ে আমি উদ্বিগ্ন। ২০২৪ সালের মধ্যেই বেসরকারি সার্জিক্যাল সেন্টারে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের কাজ শুরু হবে। উচ্চ পর্যায় থেকে আমাকে আশ^স্ত করা হয়েছে। তারপরও আমাদের অনেক কাজ করতে হবে। কিছু সার্জন, নার্স ও অ্যানেস্থেটিস কমিউনিটিভিত্তিক সার্জিক্যাল ক্লিনিকে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। সরকারি হাসপাতালের প্রতি তাদের দায়বদ্ধতা যাতে সুরক্ষিত হয় সেটা নিশ্চিত করতে হবে আমাদের।

গত বছর অন্টারিওতে ৩৬ হাজার ৮০৫টি হিপ ও হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। এর সবগুলোই প্রতিস্থাপিত হয়েছে হাসপাতালে।
স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স সোমবার জানিয়েছেন, নতুন মডেল চালু করতে ফেব্রুয়ারিতে আইন প্রস্তদাব করবে প্রদেশ।

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.