শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
7.4 C
Toronto

Latest Posts

১৩টি সাধারণ রোগের ব্যবস্থাপত্র দেবেন অন্টারিওর ফার্মাসিস্টরা

- Advertisement -
অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স বুধবার এই ঘোষণা দিয়ে বলেন, উদ্যোগটি অন্টারিওবাসীদের প্রয়োজনীয় সেবাপ্রাপ্তি সহজ করবে

চিকিৎসকের অনুমোদন ব্যতিরেকেই অন্টারিওর ফার্মাসিস্টরা বেশ কিছু সাধারণ অসুখের চিকিৎসায় ব্যবস্থাপত্র লিখতে পারছেন। ১ জানুয়ারি থেকে প্রদেশজুড়ে ফার্মাসিস্টরা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাৎক্ষণিকভাবে ১৩টি সাধারণ রোগের ব্যবস্থাপত্র লিখতে পারছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৩টি সাধারণ রোগের মধ্যে রয়েছে হে ফিভার, ওরাল থ্রাশ, ডার্মাটাইটিস, পিংক আই, মেনস্ট্রুয়াল ক্র্যাম্প, এসিড রিফ্লাক্স, হেমোরয়েড, কোল্ড সোর, ইম্পেটিগো, ইনসেক্ট বাইট, টিক বাইট, স্প্রেইন অ্যান্ড স্ট্রেইন এবং ইউটিআই। অন্টারিও হেলথ কার্ডধারীরা বিনামূল্যে সেবাগুলো পাবেন।

- Advertisement -

অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স বুধবার এই ঘোষণা দিয়ে বলেন, উদ্যোগটি অন্টারিওবাসীদের প্রয়োজনীয় সেবাপ্রাপ্তি সহজ করবে। এজন্য আপনাদের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। ভিজিটের জন্য কোনো ফিও দিতে হবে না এবং আপনি সহজেই অকুস্থলে ব্যবস্থাপত্র পেয়ে যাবেন। জনগণকে যে আমরা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার কেন্দ্রে রেখেছি। সেবা প্রদানে ফার্মাসিস্টদের সক্ষমতা বৃদ্ধি সেক্ষেত্রে আরেকটি পদক্ষেপ। এর ফলে লোকজন তাদের কমিউনিটিতে সহজে, দ্রুততম সময়ে ও নির্বিঘেœ স্বাস্থ্যসেবা পাবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি ফার্মেসির ব্যবস্থাপত্র জটিল রোগের চিকিৎসা প্রদানে চিকিৎসকদেরও সুযোগ করে দেবে। ছোটখাটো অসুস্থতার চিকিৎসায় ফার্মাসিস্টদের দক্ষতা প্রয়োগের সুযোগ প্রদান রোগীদের প্রয়োজনীয় সেবাটি দ্রুততম সময়ে বাড়ির কাছেই পাওয়ার সুযোগ করে দেবে।

অন্টারিও ফার্মাসিস্টস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টিন বেটস বলেন, এটা হাসপাতাল, জরুরি বিভাগ, ওয়াক-ইন ক্লিনিক ও পারিবারিক চিকিৎসকদের চাহিদা কমিয়ে আনবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীরা যাতে আরও জটিল রোগে সময় ব্যয় করতে পারেন সে সুযোগও করে দেবে এ উদ্যোগ।

১২ ডিসেম্বর থেকে অন্টারিওর ফার্মাসিস্টদের চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই কোভিড-১৯ এর চিকিৎসায় ব্যবস্থাপত্রে প্যাক্সলোভিড লেখার অনুমতি দেওয়া হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.