বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
1.2 C
Toronto

Latest Posts

ধরিত্রী রক্ষায় জীববৈচিত্র্য চুক্তি স্বাক্ষর

- Advertisement -
কানাডার পরিবেশমন্ত্রী স্টিভেন গাইলবোল্ট

কপ১৫-এ বিশে^র ভূমি ও পানির গুরুত্বপূর্ণ অংশের সুরক্ষায় বৈশি^ক চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন কানাডার পরিবেশমন্ত্রী স্টিভেন গাইলবোল্ট। সম্মেলন শেষ হওয়ার আগের দিন তিনি বলেন, এই প্রতিশ্রুতি রক্ষায় বিপুল পরিমাণ অর্থ সংস্থানের বিষয়টিও থাকবে চুক্তিতে।

চীনের পরিবেশমন্ত্রী হুয়ান রাঙ্কি রোববার সকালে কুনমিং-মন্ট্রিয়ল বৈশ্বিক জীববৈচিত্র্য কর্মকাঠামোর ওপর নতুন খসড়া প্রকাশ করেন। এতে অস্পষ্টভাবে টেরেস্ট্রিয়াল ইনল্যান্ড ওয়াটার, কোস্টাল ও মেরিন এলাকা বিশেষ করে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলের ৩০ শতাংশ ২০৩০ সালের মধ্যে সংরক্ষণের কথা বলা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে আদিবাসী অঞ্চলের স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়েছে খসড়ায়।

- Advertisement -

পাশাপাশি খসড়ায় প্রকৃতি রক্ষায় অর্থায়ন ও পরিবেশের জন্য ক্ষতিকর ভর্তুকি কমাতে সরকারি ও বেসরকারি উৎস থেকে প্রতি বছর অন্তত ২০ হাজার কোটি ডলার সংস্থানের কথাও উল্লেখ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে তা ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ ধরা হয়েছে।
জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মলনে অংশ নেওয়া ১৯৬টি দেশের প্রতিনিধিরা প্রায় দুই সপ্তাহ ধরে আলোচনা শেষে চূড়ান্ত খসড়াটি সামনে এলো। মানুষের হাতে প্রকৃতি ধ্বংস বন্ধ এবং এরই মধ্যে হারিয়ে যাওয়া প্রকৃতি ফিরিয়ে আনতে নতুন চুক্তির কথা বলা হয়েছে।
জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, মনুষ্য কর্মকা-ের ফলে এই শতকে বিশে^র এক-তৃতীয়াংশ ভূমি পাল্টে গেছে। এর ফলে বিপন্নতার ঝুঁকিতে রয়েছে ১০ লাখের মতো প্রজাতি।

গাইলবোল্ট সাংবাদিকদের বলেন, কিছু দেশ রোববার বিকালেও চুক্তিতে কিছু সমন্বয়ের পক্ষে কথা বললেও অনেকেই খসড়ার প্রতি সমর্থন জানিয়েছে। আশা করি, সোমবারই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, যা হবে ২০১৫ সালে প্যারিসে সম্পাদিত জলবায়ু পরিবর্তন চুক্তির অনুরূপ। এ বছর কপ অনুষ্ঠিত হবে কিনা ছয় মাস আগেও আমরা তা জানতাম না।

চুক্তিতে ২০২৫ সাল নাগাদ উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশকে বছরে অন্তত ২ হাজার কোটি ডলার জোগান দিতে বলা হয়েছে। ২০৩০ সাল এর পরিমাণ বেড়ে দাঁড়াবে বছরে ৩ হাজার কোটি ডলার।

কলাম্বিয়ার পরিবেশমন্ত্রী মারিয়া সুজানা মুহাম্মদ গঞ্জালেস বলেন, ২০৩০ সাল নাগাদ অর্থের পরিমাণটা ৩ হাজার থেকে ১০ হাজার কোটি ডলার হওয়া উচিত বলে আমি মনে করি।

চীন আনুষ্ঠানিকভাবে কপ১৫ এর প্রেসিডেন্ট এবং স্বাভাবিকভাবেই দরকষাকষি দেখভালের দায়িত্ব তাদেরই। কিন্তু চীনে কোভিড-১৯ সংক্রান্ত লকডাউনের কারণে সম্মেলন কানাডায় সরিয়ে আনা হয়েছে। আয়োজক শহরের নামানুসারে নতুন চুক্তির নাম হচ্ছে কুনমিং-মন্ট্রিয়ল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.