
গত ২ অক্টোবর রবিবার টরন্টোর হিন্দু ধর্মাশ্রমের ২২তম শারদ সংকলন ‘নীল কমল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নীল কমল’ সম্পাদক, বিশিষ্ট লেখক সুজিত কুসুম পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি টিভির সিইও ও বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। বক্তব্য রাখেন প্রকাশনা পরিষদের পক্ষে আশীষ রায়, ড. অরুণ ভৌমিক এবং মন্দিরের সাধারণ সম্পাদক চিত্ত ভৌমিক।
শহিদুল ইসলাম মিন্টু আনুষ্ঠানিকভাবে ‘নীল কমল’ এর মোড়ক উন্মোচন করেন। লেখকদের মধ্যে দীলিপ চক্রবর্তী, সুব্রত কুমার দাস, নিরঞ্জন রায়, সঞ্জিত দাস, নেপাল রায়, শুক্লা দত্ত, চয়ন দাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম মিন্টু বলেন, আজকের এই আয়োজন বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ। টরন্টোর হিন্দু ধর্মাশ্রম কতৃপক্ষকে কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। বাঙালির হাজার বছরের ইতিহাস সবসময় আসাম্প্রদায়িক চেতনার স্বাক্ষ্য বহন করে। প্রবাসেও কিছু মানুষ এই চেতনাকে লালন করে চলেছেন। এটা আমাদের জন্যে গর্ব এবং আনন্দের।
’নীল কমল’ সম্পাদক সুজিত কুসুম পাল এই শারদ সংকলন প্রকাশের প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, মন্দির কতৃপক্ষের কোনোপ্রকার হস্তক্ষেপ ছাড়াই এটি প্রকাশিত হয়। তারা আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকেন এই সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। ফলে আনন্দের সঙ্গে আমরা কাজটি করতে পারি।
আশীষ রায় বলেন, লেখা নির্বাচনের ক্ষেত্রে আমরা খুবই সতর্কতা অবলম্বন করি। এমন কোনো লেখা প্রকাশ করিনা যেটা অন্যকে আঘাত করতে পারে। এই প্রকাশনা আমাদের ঐতিহ্যের অংশ।
ড. অরুণ ভৌমিক শারদ সংকলন প্রকাশের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসে এই প্রকাশনাটি এখন যথেষ্ট গুরুত্ব বহন করে। আর এই কারণেই আমরা প্রকাশনাটি অব্যাহত রেখেছি। সবধরণের লেখায় নীল কমল এখন সমৃদ্ধ।
চিত্ত ভৌমিক এই শারদ সংকলন প্রকাশে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমরা আরো এগিয়ে যেতে চাই।
পুরো আয়োজনটি ধারণ করে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি।