মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
11.2 C
Toronto

Latest Posts

বাড়ি ভাড়া বেশি বেড়েছে অন্টারিওতে

- Advertisement -
ছবি/ রবার্ট লেল্ডার

অন্টারিওতে গত মাসে বাড়ি ভাড়া অন্য যেকোনো প্রদেশের তুলনায় বেশি বেড়েছে। রেন্টালসডটসিএ এবং বুলপেন রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের নতুন ন্যাশনাল রেন্ট রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে সব ধরনের বাড়ির দ্বিতীয় সর্বোচ্চ গড় ভাড়া ছিল অন্টারিওতে। এর চেয়ে বেশি ভাড়া ছিল কেবল ব্রিটিশ কলাম্বিয়াতে। প্রদেশটিতে ভাড়া বেড়েছে বার্ষিক ১৯ শতাংশ।

- Advertisement -

অন্টারিওতে জুলাইয়ে আবাসিক বাড়ির গড় ভাড়া দাঁড়ায় ২ হাজার ৩৩২ ডলারে। জুনের তুলনায় এ ভাড়া ৩ দশমিক ১ এবং আগের বছরের জুলাইয়ের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বেশি। তবে সেন্ট্রাল টরন্টোতে বার্ষিক ভাড়া বৃদ্ধির হার দাঁড়িয়েছে গড়ে ২৪ শতাংশ। টরন্টোতে এক শয়নকক্ষের ভাড়া ছিল জুলাইয়ে ২ হাজার ২৫৭ ডলার, এক বছর আগের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৬ শতাংশ। আর দুই শয়নকক্ষের ভাড়া ২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২৫৯ ডলারে।

মাসিক হিসেবে টরন্টোতে এক শয়নকক্ষের বাড়ির ভাড়া জুলাইয়ে ৪ শতাংশ এবং দুই শয়নকক্ষের ভাড়া ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এতোদিন উচ্চ বাড়ি ভাড়ার জন্য ডাউনটাউন টরন্টোর নাম সবাই জানলেও এর সাবেক তিনটি টাউনশিপ ইটোবিকোক, নর্থ ইয়র্ক ও স্কারবোরোর ভাড়াও জুলাইয়ে উল্লেখযোগ্য বেড়েছে। ইটোবিকোকে জুলাইয়ে এক শয়নকক্ষের বাড়ির ভাড়া ছিল ২ হাজার ৭ এবং দুই শয়নকক্ষের ২ হাজার ৫৮২ ডলার। এ হিসাবে, এক বছর আগের তুলনায় এক শয়নকক্ষের বাড়ির ভাড়া বেড়েছে ১১ দশমিক ৫ এবং দুই শয়নকক্ষের ৯ দশমিক ৩ শতাংশ।

নর্থ ইয়র্কে গত মাসে এক শয়নকক্ষের বাড়ি ভাড়া গড়ে ১ হাজার ৯১৩ ডলার এবং দুই শয়নকক্ষের ২ হাজার ৪৬৯ ডলার। অর্থাৎ, মাসিক হিসেবে নর্থ ইয়র্কে এক শয়নকক্ষের বাড়ি ভাড়া বেড়েছে ১৪ দশমিক ৬ এবং দুই শয়নকক্ষের ২১ দশমিক ৯ শতাংশ।

স্কারবোরো ইস্টওয়ার্ডে জুলাইয়ে এক শয়নকক্ষের ভাড়া ছিল ১ হাজার ৬৩৫ ডলার এবং দুই শয়নকক্ষের ২ হাজার ১৩৩ ডলার। মাসিক হিসেবে জুলাইয়ে ইস্টওয়ার্ডে বাড়ি ভাড়া বেড়েছে ৩ দশমিক ১ এবং দুই শয়নকক্ষের ১৫ দশমিক ২ শতাংশ।

গ্রেটার টরন্টো এরিয়ার বাইরেও ভাড়াটিয়াদের উচ্চ ভাড়া পরিশোধের তথ্য উঠে এসেছে গবেষণায়। মিসিসোগায় গত মাসে এক শয়নকক্ষের বাড়ি ভাড়া ছিল ১ হাজার ৮৬২ এবং দুই শয়নকক্ষের ২ হাজার ৩৯৪ ডলার। বার্ষিক হিসাবে মিসিসোগায় এক শয়নকক্ষের ভাড়া বেড়েছে ৬ দশমিক ২ এবং দুই শয়নকক্ষের ১২ দশমিক ৪ শতাংশ। ভনে জুলাইয়ে এক শয়নকক্ষের বাড়ি ভাড়া ছিল ১ হাজার ৮২৫ এবং দুই শয়নকক্ষের ২ হাজার ৩৯৬ ডলার। মাসিক হিসেবে ভনে এক শয়নকক্ষের ভাড়া বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৪ এবং দুই শয়নকক্ষের ১২ দশমিক ৫ শতাংশ।

এছাড়া ব্র্যাম্পটনে জুলাইয়ে এক শয়নকক্ষের ইউনিটের জন্য ভাড়াটিয়াদের ভাড়া গুনতে হয়েছে ১ হাজার ৭৭২ এবং দুই শয়নকক্ষের জন্য ২ হাজার ৩৮৮ ডলার। বার্ষিক হিসেবে ব্র্যাম্পটনে এক শয়নকক্ষের ইউনেটের ভাড়া বেড়েছে ১৩ দশমিক ৮ এবং দুই শয়নকক্ষের ৩৩ দশমিক ২ শতাংশ। আর মাসিক হিসাবে ভাড়া বৃদ্ধির হার এক শয়নকক্ষের ক্ষেত্রে ৯ দশমিক ৬ এবং দুই শয়নকক্ষের জন্য ১৬ দশমিক ৪ শতাংশ। ওশাওয়াতে জুলাইয়ে এক শয়নকক্ষের ইউনিটের ভাড়া ছিল ১ হাজার ৬২৬ এবং দুই শয়নকক্ষের ১ হাজার ৯৫৩ ডলার। বার্ষিক হিসেবে এখানে এক শয়নকক্ষের ভাড়া বেড়েছে ৮ দশমিক ১ এবং দুই শয়নকক্ষের ১৬ দশমিক ৮ শতাংশ। জিটিএর বাইরে লন্ডন, হ্যামিল্টন ও কিচেনারে ভাড়া বৃদ্ধির হার ২৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬ শতাংশে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.