শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
14.6 C
Toronto

Latest Posts

ক্যাথেটার স্বল্পতায় অন্টারিওর ১৪% হাসপাতাল

- Advertisement -
ফাইল ছবি

অন্টারিওর প্রায় ১৪ শতাংশ হাসপাতালের এক সপ্তাহেরও কম সময়ের এপিউিরাল ক্যাথেটারের মজুদ রয়েছে বলে জানিয়েছে। অন্টারিও হেলথের এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. ক্রিস সিম্পসন বলেন, ক্যাথেটারের সরবরাহ নিয়ে উদ্বেগে থাকা অল্প কয়েকটি হাসপাতালের সঙ্গে গত দুই সপ্তাহে কাজ করেছে অন্টারিও হেলথ। অন্য হাসপাতালের সঙ্গে বিনিময় করে অথবা সরবরাহকারীদের প্রতি জোরালো অনুরোধ জানানোর মধ্য দিয়ে সরবরাহ স্বল্পতার সমস্যা সমাধান করা হয়েছে।

ব্যাথানাশক ওষুধ প্রয়োগে বিশেষ করে সন্তান জন্মদানের সময় এপিডিউরাল ক্যাথেটারের প্রয়োজন হয়। বিশ^ব্যাপীই ডিভাইসটির সংকট চলছে এবং কানাডায় এর সংকট শুরু হয় গত জুলাইয়ে। কানাডিয়ান অ্যানেসথেসিওলজিস্টস’ সোসাইটির তথ্য অনুযায়ী, প্রথমদিকে কানাডার পশ্চিমাঞ্চলে এর সংকট প্রকট আকার ধারণ করে। পরবর্তীতে অন্টারিওর হাসপাতালেও ক্যাথেটারের সংকট দেখা দেয়।

- Advertisement -

অন্টারিও হেলথের একটি নথিতে গত ১০ আগস্ট মজুদ সংক্রান্ত জরিপের তথ্য তুলে ধরা হয়েছে। নথিতে সিম্পসন উল্লেখ করেছেন, প্রাদেশিক স্তরে এখন পর্যাপ্ত ক্যাথেটারের সরবরাহ রয়েছে।

সার্জিক্যাল ও মেডিকেল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান টেলিফ্লেক্সের সরবরাহ সংকটের সমাধান সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে শুরু হবে। বিদ্যমান গ্রাহকরা সাপ্তাহিক ভিত্তিতে বরাদ্দ ও সরবরাহ পাবে। তবে তা হবে স্বাভাবিক সময়ের চেয়ে কম।

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, তাদের দুটি মজুদাগারে এপিডিউরাল ক্যাথেটারের সরবরাহ পেতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। আরও বেশি সরবরাহ পেতে টেলিফ্লেক্স বিদ্যমান ও ভবিষ্যৎ সরবরাহ ইউরোপ থেকে সরিয়ে নিচ্ছে।

তবে আরেক সরবরাহকারী প্রতিষ্ঠান কানাডিয়ান হসপিটাল স্পেশালিটিজে উল্লেখ করার মতো কোনো ঘাটতি নেই এবং যেসব নতুন গ্রাহক অন্যদের কাছ থেকে কাক্সিক্ষত সরবরাহ পাচ্ছে না তাদের কথা চিন্তা করে উৎপাদন বাড়ানোর দিকে জোর দিয়েছে। পরিস্থিতি যদি কখনও আরও খারাপ হয় সেই বিবেচনায় সরবরাহ সংকটকালে পরিস্থিতি সামাল দিতে ক্লিনিক্যাল গাইডেন্স তৈরি করছে অন্টারিও হেলথ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.