শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

পয়লিয়েভার কেবল কনজার্ভেটিভদের পছন্দ

- Advertisement -
এমপি পিয়েরে পয়লিয়েভার

কনজার্ভেটিভ পার্টির পরবর্তী নেতা হিসেবে দলীয় সদস্যদের কাছে সবচেয়ে পছন্দের অন্টারিওর এমপি পিয়েরে পয়লিয়েভার। তবে সার্বিকভাবে কানাডিয়ানদের কাছে বেশি পছন্দের জঁ চ্যারেস্ট। অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের সঙ্গে যৌথভাবে পরিচালিত লেজারের নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, ৪৪ শতাংশ কনজার্ভেটিভ ভোটার মনে করেন পয়লিয়েভার সবচেয়ে ভালো দলীয় নেতা হবেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কুইবেকের সাবেক প্রিমিয়ার জঁ চ্যারেস্টের ব্যাপারে একই মনোভাব ব্যক্ত করেছেন ১৭ শতাংশ কনজার্ভেটিভ ভোটার।
৫ থেকে ৭ আগস্ট ১ হাজার ৫০০ প্রাপ্ত বয়স্ক কানাডিয়ানের ওপর অনলাইনে সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষায় অংশগ্রহণকারী ২০ শতাংশ কনজার্ভেটিভ ভোটার বলেন, পাঁচ প্রতিদ্বন্দ্বীর মধ্যে কে সবচেয়ে ভালো নেতা হবেন তা তারা জানেন না। তাদের কেউ-ই ভালো নেতা হবেন না বলে মন্তব্য করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ৮ শতাংশ কনজার্ভেটিভ ভোটার।

- Advertisement -

অন্য প্রার্থীদের মধ্যে অন্টারিওর এমপি লেসলিন লুইসের প্রতি সমর্থন জানিয়েছেন ৮ শতাংশ, অন্টারিও এমপি স্কট এইচিসনের প্রতি ২ মতাংশ এবং অন্টারিওর সাবেক রাজনীতিবিদ রোমান বেবারের প্রতি ১ শতাংশ কনাজার্ভেটিভ ভোটার।

ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পর প্রথমবারের মতো সমীক্ষাটি চালানো লেজার। এর আগে জুনে পরিচালিত সমীক্ষাতেও ৪৪ শতাংশ কনজার্ভেটিভ ভোটারের সমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন। ওই সময় চ্যারেস্টের প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন ১৪ এবং ব্রাউনের প্রতি ৪ শতাংশ কনজার্ভেটিভ ভোটার। আগস্টের সমীক্ষায় চ্যারেস্টের সমর্থন ৪ পয়েন্ট বেড়েছে। তবে পয়লিয়েভারের প্রতি সমর্থন অপরিবর্তিত রয়েছে।

লেজারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান বোর্ক বলেন, ব্যালট এরই মধ্যে কাস্ট হয়েছে এবং পয়লিয়েভার যে জিততে চলেছেন সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। তবে পরবর্তী কনজার্ভেটিভ নেতাকে যে আগামী নির্বাচনে জয়লাভ করতে কঠিন পথ পাড়ি দিতে হবে সে ইঙ্গিতও মিলছে।

সমীক্ষার ফল বলছে, কনজার্ভেটিভ নেতা হিসেবে সব কানাডিয়ানের পছন্দ হলো চ্যারেস্ট। তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ২২ শতাংশ কানাডিয়ান। অন্যদিকে পয়লিয়েভারের প্রতি সমর্থন দিয়েছেন ১৬ শতাংশ কানাডিয়ান।

সমীক্ষায় অংশ নেওয়া প্রতি দশজন কানাডিয়ানের মধ্যে মাত্র একজন বলেছেন, পয়লিয়েভার নেতা নির্বাচিত হলে পরবর্তী নির্বাচনে কনজার্ভেটিভ পার্টিকে ভোট দেবেন তানা। অন্যদিকে পয়লিয়েভার নেতা নির্বাচিত হলে কনজার্ভেটিভ পার্টিকে ভোট দেবেন না বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া প্রতি চারজনের মধ্যে একজন কানাডিয়ান। আর চ্যারেস্ট নির্বাচিত হলে কনজার্ভেটিভ পার্টিকে ভোট না দেওয়ার কথা জানিয়েছেন প্রতি পাঁচজনের মধ্যে একজন কানাডিয়ান।
এই বিভাজন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আসনের প্রদেশ অন্টারিওতে। প্রদেশের ২৮ শতাংশ ভোটার পয়লিয়েভার দলীয় নেতা নির্বাচিত হলে কনজার্ভেটিভ পার্টিকে ভোট দেবেন না বলে জানিয়েছেন। আর চ্যারেস্ট নেতা নির্বাচিত হলে ভোট না দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে ১৬ শতাংশ অন্টারিওবাসীর।
আলবার্টার ২৪ শতাংশ বাসিন্দা পয়লিয়েভার নেতা নির্বাচিত হলে কনজার্ভেটিভ পার্টিকে বোট দিতে চার। আর ভোট না দেওয়ার চিন্তা করছেন আলবার্টার ১৮ শতাংশ বাসিন্দা। অন্যদিকে চ্যারেস্ট দলীয় নেতা নির্বাচিত হলে কনজার্ভেটিভ পার্টিকে ভোট দিতে চান আলবার্টার ১৪ শতাংশ ভোটার। তিনি নেতা নির্বাচিত হলে কনজার্ভেটিভ পার্টিকে ভোট দেবেন না মনস্থির করেছেন আলবার্টার ২৭ শতাংশ ভোটার।
নেতৃত্বের নির্বাচনে বিজয়ীর নাম আগামী ১০ সেপ্টেম্বর ঘোষণা করবে কনজার্ভেটিভ পার্টি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.