বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
8.3 C
Toronto

Latest Posts

অন্টারিওতে শিশু পরিচর্যার মান নিয়ে অভিযোগ বেড়েছে

- Advertisement -
ছবি/ জর্ডান রোনাল্ড

ঝুঁকিতে থাকা শিশুদের পরিচর্যার মান সংক্রান্ত অভিযোগ লক্ষ্যণীয় মাত্রায় বেড়েছে। অন্টারিওর ন্যায়পাল তার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছেন।

ন্যায়পাল পল দুবে ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত তার অফিস যেসব তদন্ত করেছে ও প্রবণতা দেখেছে তার একটি রূপরেখা দিয়েছেন বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে। শিশু সুরক্ষা সেবা সংক্রান্ত অভিযোগ লক্ষ্যণীয়ভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

ন্যায়পালের চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ইউনিট ১ হাজার ৬০০টির বেশি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৩৭টি অভিযোগ এসেছে প্রাপ্ত বয়স্কদের কাছ থেকে ৩১৪টি শিশু বা তরুণদের কাছ থেকে। এক বছর আগে এ ধরনের অভিযোগের সংখ্যা ছিল ১ হাজার ৩০০ এর কিছু বেশি।

কারাগার, মিউনিসিপালিটি ও স্কুল বোর্ডসহ সব জায়গা থেকে ন্যায়পালের অফিসে অভিযোগ জমা পড়েছে ২৫ হাজারের বেশি। এ সংখ্যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। দুবে বলেন, সংস্থা হিসেবে ২০১৬ ও ২০১৯ সালে সম্প্রসারণ আমাদের জন্য সত্যিই চ্যালেঞ্জিং। আমাকে যা উৎসাহিত করছে তা হলো অধিক অভিযোগ আসার অর্থ হলো অধিক মানুষকে সহায়তা করা।

শিশু কল্যাণ ব্যবস্থায় তরুণদের কাছ থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে অন্য স্থানে স্থানান্তরের আবেদন, ভাই-বোনদের দেখা করতে না দেওয়া, তাদের সংস্কৃতি ও ব্যক্তিগত পরিচিতিকে অসম্মান করা এবং সঙ্গী ও কর্মীদের সঙ্গে ঝামেলা সংক্রান্ত। বাবা-মা ও এক্সটেন্ডেড পরিবারের সদস্যরা শিশুদের বসবাসের পরিবেশ নিয়ে নিয়মিত অভিযোগ দাখিল করেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.