বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

লেখকদের জন্য নেটফ্লিক্সের উন্নয়ন কর্মসূচি

- Advertisement -
চলচ্চিত্র ও টেলিভিশনের কানাডিয়ান লেখকদের জন্য উন্নয়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে নেটফ্লিক্স

চলচ্চিত্র ও টেলিভিশনের কানাডিয়ান লেখকদের জন্য উন্নয়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে নেটফ্লিক্স। নেটফ্লিক্সের গ্লোবাল টিভির প্রধান বেলা বেজারিয়া বুধবার বানফ ওয়ার্ল্ড মিডিয়া ফেস্টিভ্যালে উদ্যোগটির ঘোষণা দেন, যাকে তিনি বলছেন, অ্যাডভান্সিং ভয়েসেস: নেটফ্লিক্স কানাডা ক্রিয়েটর প্রোগ্রাম।

বেলা বেজারিয়া বলেন, কম প্রতিনিধিত্বশীল অংশের সাতজন লেখককে তাদের লেখা নেটফ্লিক্স সিরিজের উপযোগী করার জন্য অর্থ দেওয়া হবে। অংশগ্রহণকারী নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে পারবেন এবং তাদের প্রাপ্য অর্থও এ খাতের যে হার তার চেয়ে বেশি হবে।

- Advertisement -

দ্য কানাডিয়ান প্রেস জানায়, মনোনীত লেখকরা হলেন, কমেডিয়ান ও চলচ্চিত্রকার বিটা জোডাকি, জাব্বারি উইকস ও টিকাওনা টাপাম্বোয়া, অভিনেতা ও চলচ্চিত্রকার জেমস স্যান্ডারস, পরিচালক রমা রাও, পরিচালক জেফ বার্নাবি এবং হার্টল্যান্ডের লেখক অ্যাডাম হুসেইন। তিন মাসের এ প্রোগ্রাম আগামী জুলাইয়ে টরন্টোতে শুরু হচ্ছে।

টাপাম্বোয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা এর অংশ হতে চাই। কারণ আমাদের দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে চাই আমরা। কালো, কুইয়ার এবং আমাদের কমিউনিটির মধ্যকার গল্প আমরা বেশি করে বলতে চাই।

অ্যাডভান্সিং ভয়েসেস নেটফ্লিক্সের পাঁচ বছর মেয়াদি ১০ কোটি ডলারের তহবিলের অংশ। ২০২১ সালে ঘোষণা দেওয়ার পর থেকে অ্যাকাডেমি অব কানাডিয়ান সিনেমা অ্যান্ড টেলিভিশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নারীদের জন্য পরিচালনা কর্মসূচিতেও সহায়তা দিচ্ছে নেটফ্লিক্স।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.