
অনলাইন স্ট্রিমিং বিল কানাডার সৃজনশীল খাতকে বছরে কমপক্ষে ১০০ কোটি ডলার আয়ের সুযোগ করে দেবে। এমপিদের একটি কমিটিকে সোমবার এ কথা জানান হেরিটেজ মন্ত্রী পাবলো রদ্রিগেজ।
হাউজ অব কমন্সের হেরিটেজ কমিটির সামনে আয়ের এ তথ্য প্রকাশ করেন রদ্রিগেজ। ব্রডকাস্টিং আইন হালনাগাদ ও নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং সেবার ক্ষেত্রে তা প্রয়োগ নিয়ে গবেষণা করছে এই কমিটি।
রদ্রিগেজ বলেন, এই অর্থের কিছু যাবে আদিবাসী ও সংখ্যালঘু কমিউনিটির কন্টেন্ট তৈরিতে সহায়তা হিসেবে। কুইবেকে ফ্রেঞ্চ ভাষায় কন্টেন্টের জন্যও ব্যয় হবে এ অর্থ।
অনলাইন স্ট্রিমিং বিলের ফলে বছরে ৮৩ কোটি ডলার আয় হতে পারে বলে শুরুতে জানিয়েছিল হেরিটেজ বিভাগ। কিন্তু রদ্রিগেজ বলছেন, অংকটা ১০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। কারণ, তার বিভাগ যখন হিসাবটা করেছিল তারপর অনেকেই নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের গ্রাহক হয়েছেন।
ডিজনি প্লাসের মতো আরও অনেক প্ল্যাটফরম কানাডায় তাদের কার্যক্রম শুরু করেছে এবং কোভিড-১৯ মহামারির মধ্যে তারা আরও বেশি জনপ্রিয় হয়েছে।
রদ্রিগেজ বলেন, এই তহবিলের কিছু অংশ অনুষ্ঠান বৈচিত্র্যকরণে ব্যবহার করা হবে। ফ্রেঞ্চও আছে এর মধ্যে। আমরা আরও বেশি বিচিত্র কণ্ঠন শুনতে চাই। আমরা বেশি করে শুনতে চাই আদিবাসীদের কণ্ঠ। বাধ্যতামূলক পদক্ষেপের মাধ্যমে আমরা হয়তো এটা করতে পারবো। এর জণ্য আলাদা উপায়ও আমরা খুঁজে পেতে পারি। এসব উদ্দেশে অর্থ ব্যয় করা হবে এবং তা হবে বার্ষিক ১০০ কোটি ডলারের বেশি।