
অন্টারিওতে ডগ ফোর্ডের বিজয় এবং এনডিপি ও লিবারেলদের আসন দখল টরি কৌশলীদের মধ্যে নতুন ভাবনার জন্ম দিয়েছে। তারা বলছেন, ফেডারেল কনজার্ভেটিভ পার্টির ফেডারেল নেতৃত্বের জন্য যারা প্রার্থী হয়েছেন তাদের উচিত ফোর্ডের বই থেকে একটি পাতা ধার করা এবং রাজনৈতিক শত্রুদের মিত্রতে পরিণত করার চেষ্টা করা।
ব্লু-কলার ভোটারদের প্রতি ফোর্ডের আহ্বান টরিদের এনডিপির শক্ত ঘাঁটি উইন্ডসর-টেকুমসেহতে তাদের আসন দখলে নিতে সাহায্য করেছে। ফোর্ড তার বিজয় ভাষণে বলেন, রাজনৈতিক ভিন্নতা নিয়ে তিনি খুব একটা ভাবেন না। কে কোন দলের সমর্থক তা বিবেচনায় না নিয়ে সবার জন্যই কাজ করতে চান তিনি।
ফোর্ডের নেতৃত্বের প্রচারণায় তার হয়ে কাজ করেছিলেন মাইকেল ডায়মন্ড। ফেডারেল নির্বাচনেও কনজার্ভেটিভ পার্টির হয়ে কাজ করেন তিনি। ডায়মন্ড বলেন, ফোর্ডের এই জয় থেকে কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বের জন্য যারা প্রার্থী হয়েছেন তাদের ঐতিহাসিক শৃঙ্খলা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সে ব্যাপারে অনেক কিছু শেখার আছে। ডগ ফোর্ড বন্ধুদের শত্রুতে পরিণত না করেই শত্রুদের বন্ধুতে রূপান্তরিত করেছেন।
কনজার্ভেটিভ কৌশলী ক্রিস ম্যাকক্লাস্কি বলেন, বেশিরভাগ মানুষের দৃষ্টিকোণ থেকে রক্ষণশীলতাকে নতুন আকার দিয়েছেন ফোর্ড। কাজটা তিনি করেছেন অত্যন্ত সফলভাবে। এ কারণেই আগে যেসব আসনকে অগম্য মনে করা হতো সেখানেও জয় পেয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার ও জো ক্লার্কের নির্বাচনী প্রচারণায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে টিম পাওয়ারের। তিনি বলেন, অন্তর্ভুক্তির দিকেই বেশি জোর দিয়েছেন ফোর্ড। সেই দৃষ্টিকোণ থেকে ‘শুদ্ধতার আগে অন্তর্ভুক্তি’ নেতৃত্বপ্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা।
প্রবীণ কনজার্ভেটিভ ক্যাম্পেইনার মেলানি পারাডিস বলেন, গত দুটি দলীয় নেতৃত্ব নির্বাচনে দলের সদস্য সংখ্যা ছিল ২ লাখ ৭০ হাজারের মতো। এর মধ্যে মাত্র ৬০ শতাংশ ভোট দেন। জানতে সংখ্যাটি এখন ৪ লাখের কাছাকাছি। এর অর্থ হচ্ছে, সম্ভবত ২ লাখ ৫০ হাজারজন সদস্যপদ নবায়ন করেছেন। বাকি ১ লাখ ৫০ হাজার নতুন সদস্য।