
বিশেষায়িত স্কুল ও প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা, অডিশন ও গ্রেড এন্ট্রি যোগ্যতা বাতিলের পক্ষে ভোট দিয়েছেন টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) ট্রাস্টিরা। বুধবার রাতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর পরিবর্তে ট্রাস্টিরা নতুন নীতি অনুমোদন দিয়েছেন। নতুন নীতি অনুযায়ী, হাইস্কুলের বিশেষায়িত আর্টস, অ্যাথলেটিক্স, সায়েন্স, ম্যাথ ও অন্যান্য প্রোগ্রামে ভর্তি করা হবে আগ্রহের ভিত্তিতে। তবে আসনের চেয়ে আবেদনের সংখ্যা বেড়ে গেলে প্রাথী বাছাই করা হবে দৈব চয়ন ভিত্তিতে।
এই পরিবর্তনের উদ্দেশ্য হলো একটি মডেলে শিক্ষার্থীদের সামর্থ্য ও যোগ্যতার ভিত্তিতে ভর্তির যে পদ্ধতি তা থেকে বেরিয়ে আসা। এর পরিবর্তে আগ্রহী শিক্ষার্থীদের সবাই যাতে কোনো একটি প্রোগ্রামে ভর্তির সমান সুযোগ পায় সেই মডেলের দিকে যাওয়া।
নতুন পদ্ধতিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হবে। ১৭ জন ট্রাস্টি পদ্ধতিটির পক্ষে ভোট দেন। এর বিপক্ষে ভোট দেন ৩ জন ট্রাস্টি। ভোটদানে বিরত ছিলেন দুইজন।
নতুন পদ্ধতিতে ৪০টি বিশেষায়িত সেকেন্ডারি স্কুল প্রোগ্রামের একটির বেশিতে আবেদন করতে দেওয়া হবে না শিক্ষার্থীদের। মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী একটির বেশি প্রোগ্রামে আবেদন করতে পারবে।
বোর্ডের কাছে লেখা এক প্রতিবেদনে কমীরা বলেছেন, অনেক শিক্ষার্থীই কেন্দ্রীয়ভাবে বা কেবলমাত্র বাড়ির নিকটবর্তী স্কুলে আবেদন করার কথা ভাবে।