বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
0.7 C
Toronto

Latest Posts

জিএসটি রিবেট বাড়ানোর দাবি প্রত্যাখ্যান লিবারেল সরকারের

- Advertisement -
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

মূল্যস্ফীতির যন্ত্রণায় কাতর কানাডিয়ান পরিবারগুলোকে ফেডারেল সরকার সহায়তার উপায় খুঁজছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জিএসটি বিরেট ও কানাডা চাইল্ড বেনিফিট বাড়ানোর ব্যাপারে এনডিপির দাবি প্রত্যাখ্যান করে এ কথা বলেন তিনি।

মূল্যস্ফীতি বাড়তে থাকায় সরকারের কাছে জিএসটি রিবেট দ্বিগুন করার পাশাপাশি প্রতিটি কানাডা চাইল্ড বেনিফিটে ৫০০ ডলার যোগ করার দাবি জানিয়েছেন এনডিপি নেতা জাগমিত সিং।

- Advertisement -

স্ট্যাটিস্টিকস কানাডা বুধবার প্রকাশিত উপাত্তে জানিয়েছে, এপ্রিলে ভোক্তা মূল্য সূচক বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। ১৯৯১ সালের জানুয়ারির পর এটাই মাসওয়ারি সর্বোচ্চ বৃদ্ধি। সার্বিকভাবে খাদ্য বাবদ ব্যয় বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। এছাড়া রাশিয়ার ইউক্রেন হামলার পরিপ্রেক্ষিতে গ্যাসোলিনের দাম আগের বছরের এপ্রিলের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে।

প্রশ্নোত্তর পর্বে জাগমিত সিং বলেন, বেতন বেড়েছে মাত্র ৩ দশমিক ৩ শতাংশ। তেল ও গ্যাস কোম্পানিগুলো বিপুল পরিমাণে মুনাফা করলেও কর্মীদের ব্যাপক হারে মজুরি হ্রাসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রধানমন্ত্রীর কেবল দাঁড়িয়ে না থেকে কিছু করার আছে।
এর আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বার্ষিক মূল্যস্ফীতির হার বিবেচনায় নিয়ে জিএসটি রিবেট ও কানাডা চাইল্ড বেনিফিট বাড়ানোর সিদ্ধান্ত আগেইে নেওয়া হয়েছে।

জিএসটি রাজস্ব বাড়িয়ে নেওয়ার মধ্য দিয়ে মূল্যস্ফীতির সুবিধা নিচ্ছে সরকার। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের রাজস্ব সংগৃহীত হয়েছে ৪ হাজার ২২০ কোটি ডলার। ২০২০-২১ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৩০ কোটি ডলার। এছাড়া ২০১৯-২০ সালের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের রাজস্ব আহরণ ছিল ৩ হাজার ৬৪০ কোটি ডলার।

কোভিড-১৯ এর কারণে মানুষ ঘরে থাকায় ও গ্যাসের দাম পড়ে যাওয়ায় ২০২০-২১ সালে সরকারের রাজস্ব কমে যায়। এ বছর জিএসটি রিবেট বাড়িয়ে প্রাপ্তবয়স্ক জনপ্রতি ৩০৬ ডলার বাড়ানো হচ্ছে। গত বছরের তুলনায় এটা ৭ ডলার বেশি। ওই বছর বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ২ দশমিক ৪ শতাংশ। এছাড়া শিশুরা পাবে জনপ্রতি ১৬১ ডলার করে। ২০২১ সালের তুলনায় পরিমাণটি ৪ ডলার বেশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.