
কানাডার দীর্ঘ প্রতিক্ষিত পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে চীনা ভেন্ডর হুয়াওয়ে টেকনোলজিস ও জিটিইকে নিষিদ্ধ করতে যাচ্ছে লিবারেল সরকার। উদ্ভাবন মন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন অটোয়াতে বৃহস্পতিবার বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো নেটওয়ার্ক সরঞ্জাম ও সেবা কানাডার টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, যেসব টেলিযোগাযোগ কোম্পানি ইতোমধ্যেই এসব সরঞ্জাম স্থাপন করেছে তাদেরকে এর ব্যবহার বন্ধ করতে হবে। সেই সঙ্গে আমাদের ঘোষিত পরিকল্পনার অধীনে সেগুলো সরিয়ে ফেলতে হবে।
৫জি বা পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্কের উন্নয়ন জনগণকে উচ্চ গতির অনলাইন যোগাযোগ এবং বর্ধিত চাহিদা মেটাতে ব্যাপক ডাটা সক্ষমতার সুবিধা দেবে। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত বিপুল সংখ্যক ডিভাইস ও অটনোমাস ভেহিক্যালের মতো উদ্ভাবনের কারণে ডাটার চাহিদা ব্যাপক হারে বাড়ছে।
বিরোধী কনজার্ভেটিভ পার্টি ও অন্য সমালোচকরা দীর্ঘদিন ধরেই দেশের ৫জি অবকাঠামোয় হুয়াওয়ের ভূমিকা নাকচ করতে লিবারেলদের প্রতি দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, এটা বেইজিংকে কানাডার ওপর গুপ্তচরবৃত্তিকে সহজ করে দেবে।
যদিও হুয়াওয়ে বরাবরই বলে আসছে, তারা স্বাধীন কোম্পানি এবং বেইজিংসহ কারও হয়েই কোনো ধরনের গুপ্তচরবৃত্তিতে জড়িত নয় তারা।
জিটিই আংশিক রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা প্রযুক্তি কোম্পানি, যারা টেলিযোগাযোগে বিশেষভাবে দক্ষ।
বৃহস্পতিবার তড়িঘড়ি করে ডাকা সংবাদ সম্মেলনে শ্যাম্পেইন বলেন, অটোয়ার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে পরামর্শক্রমে কানাডার নিরাপত্তা এজেন্সিগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডিয়ানদের সুরক্ষা ও নিরাপত্তা আমরা সব সময়ই রক্ষা করবো। সেই সঙ্গে আমাদের টেলিযোগাযোগ অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছুই আমরা করবো।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া আগেই তাদের ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের গিয়ার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ৫জির বিষয়ে অটোয়ার ইচ্ছার বিষয় নিয়ে লিবারেল সরকার ও কর্মকর্তাদের কাছে বারবারই জানতে চাওয়া হয়েছে।
শ্যাম্পেইন বলেন, এটা কখনই প্রতিযোগিতা নয়। এটা সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার। এটা আমাদের অবকাঠামোর নিরাপত্তা প্রদানের কর্মকাঠামো। সুইডেনের এরিকসন, ফিনল্যান্ডের নকিয়া ও দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে কানাডিয়ান টেলিযোগাযোগ কোম্পানিগুলো অনিশ্চয়তাকে দূর করছে।