বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.8 C
Toronto

Latest Posts

ইউক্রেনে যৌন সহিংসতা তদন্তে সহায়তা করবে কানাডা

- Advertisement -
পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

ইউক্রেনের নারী ও মেয়েদের বিরুদ্ধে চালানো রাশিয়ার সেনাদের যৌন সহিংতা তদন্তে কানাডা সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। অটোয়াতে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। জোলি বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ তদন্তে সহায়তা দেওয়া রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) রুশ সৈন্যদের দ্বারা ধর্ষণ ও যৌন সহিংসতার তথ্য সংগ্রহে সহায়তা করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহে কানাডা আরসিএমপির ১০ জন কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের মামলায় এগুলো ব্যবহার করা হতে পারে। আমি মনে করি, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার গণহত্যার শক্তিশালী তথ্য-প্রমাণ আছে।

- Advertisement -

দ্য কানাডিয়ান প্রেস জানায়, কানাডার এমপিরা এরইমধ্যে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার আক্রমণকে গণহত্যার তকমা দিয়ে প্রতীকি ভোট দিয়েছেন। নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করায় উভয় পররাষ্ট্রমন্ত্রীই গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের অপরাধকে অবশ্যই সামনে আনতে হবে বলে মনে করেন তারা। তারা বলেন, প্রতিবেশী দেশে পালিয়ে ইউক্রেনের নারী ও মেয়েদের বিশেষজ্ঞ সহায়তা প্রয়োজন। আক্রমণকারী সৈন্যদের হাতে নির্যাতিত বা ধর্ষণের শিকার হয়ে থাকতে পারেন তারা।

লিন্ডে বলেন, নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতাসহ বেসামরিক নাগরিকের বিরুদ্ধে যুদ্ধপরাধ তদন্তে সামনের সারিতে রয়েছে সুইডেন। যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহায়তার জন্য যৌন ও লিঙ্গভিত্তিক অপরাধ তদন্তে বিশেষজ্ঞদের এরই মধ্যে পাঠানো হয়েছে। তারা প্রত্যক্ষদর্শী হিসেবে শরনার্থী বিশেষ করে নারী, বালিকা ও শিশুদের সাক্ষাৎকার নিচ্ছেন।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জোলি সুইডেনের ন্যাটোয় যোগদানের ব্যাপারে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.