মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.9 C
Toronto

Latest Posts

৭ পয়েন্ট এগিয়ে ডগ ফোর্ড

- Advertisement -
সাত পয়েন্ট এগিয়ে থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা করছেন প্রিমিয়ার ডগ ফোর্ড

সাত পয়েন্ট এগিয়ে থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রিমিয়ার ডগ ফোর্ড ও তার প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি। নতুন এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। সিটিভি নিউজ ও সিপি২৪ এর হয়ে প্রাপ্ত বয়স্ক ৫০০ অন্টারিওবাসীর ওপর গবেষণা সমীক্ষাটি চালিয়েছে ন্যানোস।

সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে টোরিদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ৩৬ দশমিক ৯ শতাংশ ভোটার। অন্যদিকে স্টিভেন ডেল ডুকা নেতৃত্বাধীন লিবারেল পার্টিকে ভোট দেবেন বলে জানিয়েছেন ৩০ দশমিক ৪ শতাংশ ভোটার। ২৩ দশমিক ৭ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে জনপ্রিয়তায় তৃতীয় স্থানে আছে আন্দ্রিয়া হরওয়াথের এনডিপি। চতুথ স্থানে থাকা গ্রিন পার্টিকে ভোট দেবেন বলে জানিয়েছেন মাত্র ৪ দশমিক ৩ শতাংশ ভোটার। কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত এখনও নেননি প্রায় ৯ শতাংশ ভোটার।

- Advertisement -

গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে সে ইঙ্গিত মিলছে সমীক্ষায়। কারণ, জনপ্রিয়তায় লিবারেলদের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে আছে টোরিরা। জিটিএতে টোরিদের প্রতি ৩১ শতাংশ ভোটারের সমর্থন থাকলেও লিবারেলদের প্রতি সমর্থন জানিয়েছেন ৩০ শতাংশ ভোটার।

তবে অন্টারিওর অন্যান্য জায়গায় টোরিরা লিবারেলদের চেয়ে ১১ পয়েন্ট এবং এনডিপির চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে আছে। নারীদের চেয়ে পুরুষদের সমর্থনে অনেক ভালো অবস্থানে আছে টোরিরা। ২৫ শতাশ নারী প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে ভোট দেবেন বলে জানালেও একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৪২ শতাংশ পুরুষ। ৫৫ বছরের বেশি বয়সী অন্টারিওবাসীর মধ্যেও জনপ্রিয়তায় ভালো অবস্থানে আছে টোরিরা। এই বয়স শ্রেণির ৩৯ দশমিক ৬ শতাশ অন্টারিওবাসী টোরিদের ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে তরুণদের মধ্যে জনপ্রিয়তায় তুলনামূলক এগিয়ে আছে এনডিপি। ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৩৩ শতাংশ ভোটার এনডিপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে ৫৫ বছর ও তার বেশি বয়সী অন্টারিওবাসীর মাত্র ১৪ দশমিক ৬ শতাংশ এনডিপিকে ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন।

পরবর্তী প্রিমিয়ার হিসেবে কাকে দেখতে চান? এই প্রশ্নের জবাবে ২৯ দশমিক ৯ শতাংশ এগিয়ে রেখেছেন বর্তমান প্রিমিয়ার ডগ ফোর্ডকে। এ হিসাবে জনসমর্থনে দলের চেয়ে কিছুটা পিছিয়ে আছেন ফোর্ড। স্টিভেন ডেল ডুকাকে প্রিমিয়ার হিসেবে দেখতে চান মাত্র ১৭ শতাংশ অন্টারিওবাসী। যদিও তার দল লিবারেল পার্টিকে ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন এর চেয়ে অনেক বেশি ভোটার। এছাড়া এনডিপি নেতা আন্দ্রিয়া হরওয়াথকে অন্টারিওর পরবর্তী প্রিমিয়ার হিসেবে দেখতে চান ২২ দশমিক ৮ শতাংশ অন্টারিওবাসী।

উল্লেখ্য, টেলিফোন ও অনলাইনে ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সমীক্ষাটি চালানো হয়।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.